বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহার ঠেকাতে হাইকোর্টে রিট
(last modified Wed, 24 Apr 2019 11:11:46 GMT )
এপ্রিল ২৪, ২০১৯ ১৭:১১ Asia/Dhaka
  • বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহার ঠেকাতে হাইকোর্টে রিট

অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহার ঠেকাতে উপযুক্ত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

আজ (বুধবার) এ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।এ রিট আবেদনে বিবাদী করা হয়েছে, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টদের।

এ  রিট আবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণার কথা উল্লেখ করে  বলা হয়েছে, বিশ্বব্যাপী মানব শরীরে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখা দিয়েছে। এই প্রবণতার কারণে সাধারণ ব্যাকটোরিয়াবাহিত রোগ সারছে না। ফলে প্রতিবছর বিশ্বে সাত লাখ মানুষের মৃত্যু হচ্ছে। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা গিয়ে দাঁড়াবে ১ কোটিতে।

অতীতে অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক ওষুধ ছিল না। এখন প্রচুর অ্যান্টিবায়োটিক ওষুধ থাকা সত্ত্বেও অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের কারণে সাধারণ রোগজীবাণুতে বহু মানুষ মারা যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ বেশির ভাগ জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে গেছে। তাই  অ্যান্টিবায়োটিক খেয়েও অনেক ক্ষেত্র এখন উপকার পাওয়া যায় না। জীবাণু মরে না।

বাংলাদেশেও  অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক সেবন, নির্দিষ্ট  মাত্রা, পরিমান ও পূর্নাঙ্গ  কোর্স  অনুসরন করে  ওষুধ না খাওয়া-এমনি আরো কিছু কারণে জীবাণুরা ক্রমেই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে। তাই এই প্রবণতার বিরুদ্ধে সতর্কবানী উচ্চারণ করে  তা  রোধ করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/২৪

 

 

ট্যাগ