জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট পাস
(last modified Sun, 30 Jun 2019 10:00:13 GMT )
জুন ৩০, ২০১৯ ১৬:০০ Asia/Dhaka
  • জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট পাস

বাংলাদেশের জাতীয় সংসদে পাস হলো ২০১৯-২০ অর্থবছরের ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট। আগামীকাল (সোমবার) থেকে কার্যকর হবে নতুন বাজেট।

আজ (রোববার) সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসে সংসদ অধিবেশন। একে একে ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবি উত্থাপন করেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। এসব দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা শেষে দাবিগুলো নিষ্পত্তি করেন স্পিকার।

মঞ্জুরি দাবি নিষ্পত্তি শেষে ৪ লাখ ৮০ হাজার ৫১৩ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকা ব্যয় বরাদ্দের নির্দিষ্টকরণ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্পিকার তা অনুমোদনের জন্য ভোটে দেন। কণ্ঠভোটে সর্বসম্মতভাবে তা অনুমোদন করে সংসদ।

বাজেট উত্থাপনের পর এর ওপর ২৫৫ জন সংসদ সদস্য ৫১ ঘণ্টা ৫২ মিনিট আলোচনা করেন। এবারের বাজেট আলোচনায় সরকার দলের সদস্যদের বাইরে, বিএনপি-জাতীয় পার্টি, গণফোরাসহ সব বিরোধীদলের সদস্যরা মতামত তুলে ধরেন। এছাড়া চলতি ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর ১৪জন সদস্য আলোচনা করেন। সব মিলিয়ে বাজেটের ওপর ২৬৯ জন সংসদ সদস্য ৫৫ ঘণ্টা ৩৬ মিনিট আলোচনা করেন যা সংসদের ইতিহাসে নতুন রেকর্ড।

১৩ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নিজের প্রথম বাজেটের শিরোনাম করেছিলেন, 'সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ; সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের'। শেখ হাসিনা সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম বাজেটের আকার ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এতে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয় ৮ দশমিক ২ শতাংশ। নতুন অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এছাড়া মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। নতুন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা।

এদিকে, দেশে বর্তমানে (১৭৯৯ থেকে ১০ জুন ২০১৯ সাল পর্যন্ত) এক হাজার ১৪৮টি আইন প্রচলিত রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর দেশের বিভিন্ন আদালতে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মোট মামলার সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ৩৪৭টি।

আজ (রোববার) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩১ মার্চ পর্যন্ত সারাদেশে বিচারাধীন মামলার সংখ্যা এক লাখ ৬৪ হাজার ৫৫১টি। সবচেয়ে বেশি মামলা ঢাকায়। ১৩ হাজার ৭৭৭টি মামলা বিচারাধীন রয়েছে রাজধানীর ৯টি ট্রাইব্যুনালে।#

 

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩০

 

ট্যাগ