কাঁচা চামড়া বিক্রি শুরু: শিল্পমন্ত্রীর মতে, বিএনপি কারসাজি করেছে
(last modified Mon, 19 Aug 2019 13:05:57 GMT )
আগস্ট ১৯, ২০১৯ ১৯:০৫ Asia/Dhaka
  • কোরবানির চামড়া
    কোরবানির চামড়া

সরকারের অনুরোধে সাড়া দিয়ে আজ (সোমবার) থেকে সারাদেশে কাঁচা চামড়া বিক্রি শুরু করেছে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট এসোসিয়েশন। তবে ট্যানারি মালিকদের কাছ থেকে আড়তদারদের পাওনা বাবদ ৪০০ কোটি টাকা কবে আদায় হবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে।

এ প্রসঙ্গে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেছেন, তারা ইতোমধ্যে লবন মাখানো চামড়া কিনতে শুরু করেছে। আগামি দু'মাস তারা চামড়া কিনবে। তাছাড়া তাদের কাছে আড়তদারদের পাওনা অর্থ পরিশোধসহ আরো কিছু বিষয়ে ২২ আগস্ট এফবিসিসিআই'র মধ্যস্থতায় বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু চামড়া ব্যবসায়ীরা এখনও আশংকার মধ্যে রয়েছেন যে, তাদের সব চামড়া বিক্রি হবে কিনা বা তারা ন্যায্য দাম পাবে কিনা।

অন্যান্য বছরের মতো এবারও ঈদ-উল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু চামড়ার বাজারে ভয়াবহ দরপতন কাণে অনেকস্থানে রাস্তায় চামড়া ফেলে দেয়া হয়েছে বা মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদের মুখে ঈদের পরদিন সরকারের বাণিজ্যমন্ত্রী  কাঁচা চামড়া রফতানির ঘোষণা দেয়।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

চামড়াশিল্পের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ দরপতনের জন্য সরকারকে দায়ী করে নানামুখী সমালোচনার মুখে গতকাল এ খাত সংশ্লিষ্টদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীকে ছাড়াই বৈঠকে বসেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।  

এ সময় শিল্পমন্ত্রী বলেছেন, চামড়া শিল্পে কোনো সংকট নেই সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপি কারসাজি করছে এবং অপপ্রচার চালানো হচ্ছে।

এদিকে, কোরবানির পশুর চামড়ার মূল্যর অস্বাভাবিক দরপতনের তদন্ত করার নির্দেশনা চেয়ে গতকাল হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

চামড়ার দরপতনের ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করার দাবি জানানো হয়েছে এ রিট আবেদনে। একইসঙ্গে কোরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতন কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

গতকাল (রোববার) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ। চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯