ক্যাসিনোর সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না: ওবায়দুল কাদের
(last modified Fri, 27 Sep 2019 09:43:01 GMT )
সেপ্টেম্বর ২৭, ২০১৯ ১৫:৪৩ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময়, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের পরিচয়ে যারা অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজি করে জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে সেসব লোকদের বিরুদ্ধেই এসব অভিযান পরিচালিত হচ্ছে। ক্যাসিনোর টাকা যাদের কাছেই গেছে, সেটা বের করে ব্যবস্থা নেয়া হবে। এখানে কাউকে ছাড় দেয়া হবে না। এজন্য ঘর থেকেই আগে অভিযান শুরু করেছেন প্রধানমন্ত্রী।

আজ (শুক্রবার) সকালে সিলেটে সড়ক জোন অফিস ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, করিমন, নসিমনসহ তিন চাকার যানবাহন মহাসড়কে চলবে না। এসব যানবাহন আমদানি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে প্রশাসনকে আগে থেকেই নির্দেশনা দেয়া হয়েছে।

স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘আত্মীয়’ আয়োজিত অনুষ্ঠানে আনিসুল হক

'প্রথমেই নিজ দলের, পরে অন্য দলের দুর্নীতিবাজদের ধরা হবে'

এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন সেটি চলবে। যারা অপরাধে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

আজ (শুক্রবার) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্বরে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘আত্মীয়’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের সীমানার মধ্যে যেখানে ক্যাসিনো করা হয়েছে সেখানেই এই অভিযান চলবে। দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন, প্রধানমন্ত্রী বলেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেবেন। সেজন্য প্রথমেই দলের যারা দুর্নীতি করছিল তাদের ধরছি। এরপরে যারা অন্য দলের দুর্নীতি করছে তাদেরও ধরা হবে।

ড. হাছান মাহমুদ

'মির্জা আব্বাস, ফালু, খোকারা ক্যাসিনো চালু করেছিল'

অন্যদিকে, বিএনপি-জামায়াত সরকারের সময় যারা ক্যাসিনো চালু করেছিল, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া দরকার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, মির্জা আব্বাস, ফালু, খোকা- এরা ক্যাসিনো চালু করেছিল। যারা ক্যাসিনো পরিচালনা করছে, তারা যেমন দায় এড়াতে পারে না, যারা চালু করেছিল, তারাও দায় এড়াতে পারে না। যারা ক্যাসিনো চালু করেছিল, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া দরকার।

আজ (শুক্রবার) দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে ইউনাইডেট ইসলামী পার্টি আয়োজিত সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী আলেম মাশায়েখ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।#

 

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৭  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ