‘মিয়ানমারের কোনো উসকানির ফাঁদে পা দেবে না বাংলাদেশ সেনাবাহিনী'
(last modified Mon, 30 Sep 2019 07:18:12 GMT )
সেপ্টেম্বর ৩০, ২০১৯ ১৩:১৮ Asia/Dhaka
  • জেনারেল আজিজ আহমেদ
    জেনারেল আজিজ আহমেদ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, রোহিঙ্গাদেরে গতিবিধি নিয়ন্ত্রণে কাজ শুরু করতে যাচ্ছে সেনাবাহিনী। আজ (সোমবার) সকালে চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর ৪টি গোলন্দাজ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, 'সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশের কাঁটাতারের বেড়ার দায়িত্ব সেনাবাহিনীর। আমরা সেটার পরিকল্পনা করছি। একইসঙ্গে রোহিঙ্গাদের গতিবিধি যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য আমরা কাজ করব।'

গত ২৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোহিঙ্গাদের নিরাপত্তা ও তাদের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনার কথা জানান।

আরেক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, 'রোহিঙ্গাদের বিষয়ে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা সমর্থন করে সেনাবাহিনী।'

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী চারদফা প্রস্তাব রেখেছেন। যেখানে ‘সেইফ জোনের’ উল্লেখ নেই। তবে সেখানে ‘রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বেসামরিক পর্যবেক্ষক মোতায়েন’র কথা বলেন প্রধানমন্ত্রী। তবে নিরাপদ অঞ্চল গঠনের প্রস্তাব নাকচ করে দেয় মিয়ানমার। ফলে, তাদের প্রত্যবাসন নিয়ে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। ইতিমধ্যে কয়েক দফা চেষ্টা চালিয়েও এখনও কাউকে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

নানা সময় মিয়ানমারের উসকানি বিষয়ে তিনি বলেন, 'বাংলাদেশ এই মুহূর্তে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মিয়ানমারের কোনো ধরনের উসকানির ফাঁদে পা দেবে না সেনাবাহিনী।'#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ