অপরাজনীতির সর্বশেষ বলি আবরার- ড. কামাল: শিগগিরই চার্জশিট- স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i74362-অপরাজনীতির_সর্বশেষ_বলি_আবরার_ড._কামাল_শিগগিরই_চার্জশিট_স্বরাষ্ট্রমন্ত্রী
গণফোরাম নেতা ড. কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের অপরাজনীতির সর্বশেষ বলি হয়েছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। আজ (বৃহস্পতিবার) সকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামগ্রিক অস্থিরতা ও মূল্যবোধের অবক্ষয় আজ রাষ্ট্রের প্রতিটি অঙ্গে-প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ১০, ২০১৯ ১৮:২৩ Asia/Dhaka
  • আবরার ফাহাদ
    আবরার ফাহাদ

গণফোরাম নেতা ড. কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের অপরাজনীতির সর্বশেষ বলি হয়েছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। আজ (বৃহস্পতিবার) সকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামগ্রিক অস্থিরতা ও মূল্যবোধের অবক্ষয় আজ রাষ্ট্রের প্রতিটি অঙ্গে-প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে।

ছাত্ররাজনীতি বন্ধ করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, লেজুড়বৃত্তি সংগঠন আমরা কোনোদিন চাইনি, এটা আমরা সবসময় বলে আসছি। ছাত্ররাজনীতি লেজুড়বৃত্তি হয়ে গেলে সেটা অন্য কিছু হয়ে যায়। তার পরিণতি আজকে সারাদেশকে ভুগতে হচ্ছে।

ড. কামাল হোসেন

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের বিষয়ে ড. কামাল হোসেন বলেন,  আমি এমনটা কল্পনা করতে পারিনি। একটি ছেলে মত প্রকাশ করেছে, তাকে এভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা— সংবিধানে আমাদের মত প্রকাশের স্বাধীনতার কথা পরিষ্কার বলা  আছে। মতের অমিল হলে পিটিয়ে মারতে হবে, এটা সংবিধানবিরোধী, দেশবিরোধী, রাষ্ট্রদ্রোহিতা। সমাজে যেভাবে আক্রমণ করে পেটানো হচ্ছে, ভিন্ন মত পেলে পেটানো—এটা গণতন্ত্র হতে পারে না, গণতন্ত্রের ষোলআনা পরিপন্থী। আমরা এদেশের ছেলেদেরকে পশুতে পরিণত করছি, এটা ভয়াবহ একটা অবস্থা। এ থেকে সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশকে মুক্ত করতে হবে। দলমত নির্বিশেষে ঐকমত্য হতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে।

আসাদুজ্জামান খান কামাল

জড়িত সবাইকে গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ জানিয়েছেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যায় জড়িত সবাইকেই গ্রেপ্তার করা হবে। খুব শিগগির এই মামলার চার্জশিট দেওয়া হবে।

আজ দুপুরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে কথা বলে খুব শিগগিরই ভার্সিটি ও কলেজগুলোর ছাত্রাবাসে তল্লাশি চালানো হবে। ছাত্রাবাস নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থাও কাজ করছে।’

অমিত সাহা

অমিত সাহা গ্রেফতার

আবরার হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আজ রাজধানীর সবুজবাগ থেকে গ্রেফতার করা হয় বুয়েট শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক ও প্রকৌশল বিভাগের ছাত্র অমিত সাহাকে। আবরার হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন তিনি। এ নিয়ে এ ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে। তাছাড়া, আবরার ফাহাদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার রুমমেট মিজানুর রহমানকে আজ দুপুরে শেরে বাংলা হলের নিজ কক্ষ থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বুয়েটে বিক্ষোভ

বুয়েটে বিক্ষোভ অব্যাহত

এদিকে, আবরার ফাহাদকে হত্যায় জড়িতদের বিচার দাবিতে বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো প্রতিবাদ-বিক্ষোভ চালিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের  ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

গতকাল কুষ্টিয়ার কুমারখালীতে আবরারের কবর জিয়ারত করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোন ভুল করিনি। তাহলে কেন আমি পদত্যাগ করব?

রোববার রাতে বুয়েটের ছাত্র আবরারকে তার আবাসিক কক্ষ থেকে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা তাদের টর্চার সেলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় শিক্ষার্থীরা তাৎক্ষিকভাবে প্রতিবাদ-বিক্ষোভের আন্দোলন শুরু করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল এক প্রতিবাদ সমাবেশ থেকে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধসহ ১০ দফা দাবি পেশ করেছে।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।