আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজকে অপসারণ
https://parstoday.ir/bn/news/bangladesh-i75169-আন্তর্জাতিক_অপরাধ_ট্রাইব্যুনালের_প্রসিকিউটর_তুরিন_আফরোজকে_অপসারণ
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড. তুরিন আফরোজকে পেশাগত অসদাচরণ, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ট্রাইবুনালে চলমান  সকল মামলার কার্যক্রম থেকে অপসারণ করা হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১১, ২০১৯ ১৭:৩৯ Asia/Dhaka
  • ড. তুরিন আফরোজ
    ড. তুরিন আফরোজ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড. তুরিন আফরোজকে পেশাগত অসদাচরণ, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ট্রাইবুনালে চলমান  সকল মামলার কার্যক্রম থেকে অপসারণ করা হয়েছে।

আজ (সোমবার) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারীকরা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এর পর তাকে মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে, আজ দুপুরে তুরিন গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, ‘আমাকে কোনো তদন্তের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়নি। কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না, সেটিও আমি জানি না। তদন্তে তো আত্মপক্ষ সমর্থনেরও একটি জায়গা থাকে। আজ পর্যন্ত কোনো তদন্তের জন্য আমাকে ডাকা হয়নি। আমাকে কেউ কিছু জিজ্ঞাসাও করেনি।“

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রজ্ঞাপনে পেশাগত অসদাচরণ, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের কথা বলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তুরিন বলেন, ‘আমি তো আসলে জানি না, উনারা কি মিন করেছেন। এটি তো এক লাইনের লেখা। আমার জানা মতে, আমি কোনো অসদাচরণ করিনি, পেশাগত কোনো আইন ভঙ্গ করিনি। আমি আমার দায়িত্ব পালন করে গেছি।’

প্রসঙ্গত, গত বছরের মে মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে ট্রাইব্যুনালের সব মামলার কার্যক্রম থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়  মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলার প্রভাবশালী আসামি জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক ডিজি মেজর (অবসরপ্রাপ্ত) ওয়াহিদুল হকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে এই প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে অনৈতিকভাবে আসামির সঙ্গে গোপনে বৈঠক করার অভিযোগ তদন্তের জন্য ট্রাইবুনালের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার আবেদনও করা হয় ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১