জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয়ে সিরিজ জিতল বাংলাদেশ, ম্যাচ সেরা তামিম
(last modified Tue, 03 Mar 2020 16:49:07 GMT )
মার্চ ০৩, ২০২০ ২২:৪৯ Asia/Dhaka
  • জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয়ে সিরিজ জিতল বাংলাদেশ, ম্যাচ সেরা তামিম

তামিম ইকবালের রেকর্ডময় ইনিংসের ওপর ভর করে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। একই ভেন্যুতে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে ৩২১ রান তুলে এই সংস্করণে জিম্বাবুয়ের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। তামিমের স্বস্তির শতকে সেই কীর্তি ভেঙে এদিন নতুন করে লিখেছে টাইগাররা।

আজ (মঙ্গলবার) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে তামিমের সৌজন্যে ভালো শুরু পায় বাংলাদেশ। অপরপ্রান্তে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত রানআউটে কাটা পড়লেও রানের চাকা শ্লথ হয়নি। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৮৭ ও চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১০৬ রানের জুটি গড়েন তামিম। তাতে বড় সংগ্রহ নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। ৪২ বলে হাফসেঞ্চুরি করা তামিম তিন অঙ্কে পৌঁছান ১০৬ বলে। আর দেড়শ ছুঁয়ে ফেলেন ১৩২ বলে। তার বিদায়ের পর মোহাম্মদ মিঠুনের কল্যাণে স্কোরবোর্ডে ৩২২ রান জমা করে বাংলাদেশ।

মুশফিক ৫০ বলে ৫৫ রান করেন ৬ চারে। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৫৭ বলে ৪১ রান। মিঠুন ১৮ বলে ৩ চার ও ১ ছয়ে ৩২ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন কার্ল মুম্বা ও টিরিপানো।

লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়ে পায়নি ভালো শুরু। চতুর্থ ওভারে রেগিস চাকাভাকে ফেরান শফিউল ইসলাম। টিকতে পারেননি ব্যাটিং লাইনআপের দুই ভরসা ব্রেন্ডন টেইলর আর অধিনায়ক শন উইলিয়ামসও। একপ্রান্ত আগলে থাকা ওপেনার টিনাশে কামুনহুকামউইকে বোল্ড করে জিম্বাবুয়েকে চাপে ফেলেন তাইজুল ইসলাম। ৭০ বলে ৫১ রান করে দলীয় ১০২ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি।

পঞ্চম উইকেটে ৮১ রানের জুটি গড়েন ওয়েসলি মাধেভেরে ও সিকান্দার রাজা। মাথাব্যথার কারণ হয়ে ওঠা এই জুটিও ভাঙেন তাইজুল। ক্যারিয়ারের প্রথম ফিফটির স্বাদ নিয়ে ৫৭ বলে ৫২ করে বিদায় নেন মাধেভেরে। এরপর রিচমন্ড মুটুমবামিকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন বাঁহাতি স্পিনার তাইজুল। আর বিপজ্জনক রাজাকে আউট করেন টাইগার দলনেতা মাশরাফি। ৫৭ বলে ৬৬ রান করেন রাজা।

ক্যারিয়ারসেরা ইনিংস খেললেন তামিম ইকবাল।

বাংলাদেশ যখন আরেকটি সহজ জয়ের স্বপ্ন দেখছে, তখনই ম্যাচের ছবি পাল্টে যেতে শুরু করে। অষ্টম উইকেটে মাত্র ৪৪ বলে ৮০ রান তুলে দলকে জয়ের সুবাস দিচ্ছিলেন মুটমবোডজি ও টিরিপানো। তবে শেষটা রাঙাতে পারেননি তারা। মুটমবোডজি ২১ বলে ৫ চারে ৩৪ করে ফিরলেও টিরিপানো তাণ্ডব চালিয়ে ২৮ বলে ২ চার ও ৫ ছয়ে ৫৫ রানে অপরাজিত থাকেন।

উত্তেজনায় ঠাসা দ্বৈরথের শেষ ৪ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১৮। টানা দুই ছক্কা মেরে ম্যাচ টিরিপানো ম্যাচ নিয়ে গিয়েছিলেন নিজেদের দিকে। তবে ২ বলে ৬ রানের সমীকরণ মেলাতে পারেননি তিনি। স্নায়ুচাপ ধরে রেখে দলকে জয়ের বন্দরে নিয়ে যান আল-আমিন হোসেন।

আজকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ তামিম ইকবাল বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ২০৬ ওয়ানডের ২০৪ ইনিংসে ৩৬.০৯ গড়ে তার সংগ্রহ এখন ৭ হাজার ৭৪ রান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ