বাংলাদেশে করোনার বিস্তার রোধে সব ধরনের অনুষ্ঠান বন্ধ ঘোষণা
(last modified Thu, 19 Mar 2020 14:10:31 GMT )
মার্চ ১৯, ২০২০ ২০:১০ Asia/Dhaka
  • করোনাভাইরাস
    করোনাভাইরাস

বিশ্ব মহামারিতে রূপ নেওয়া করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এরইমধ্যে সারা দেশে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাঠ পর্যায়ের প্রশাসনকে এই নির্দেশের কথা জানানো হয়েছে। ওই নির্দেশে সব ধরনের ওয়াজ মাহফিল এবং তীর্থযাত্রাও বন্ধ ঘোষণা করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়- হোম কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিদের আত্মীয়-স্বজনদের মসজিদ, মন্দিরসহ যে কোনো জনসমাগম যেতে নিষেধ করা হয়েছে। সাধারণ জনগণের মধ্যে যাদের জ্বর, সর্দি-কাশি তাদেরও এ নির্দেশ মানতে বলা হয়েছে। এটি নিশ্চিত করতে স্থানীয় জনগণসহ প্রশাসনকে কঠোর ও তৎপর হতে বলা হয়েছে। একইসঙ্গে হোম কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাহিদ মালেক

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে বলেন, “আমরা চাই দেশবাসী নিরাপদে থাকুক। দেশে যাতে করোনাভাইরাস ছড়িয়ে না পড়ে সেজন্য সকল মন্ত্রণালয় একযোগে কাজ করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী একনেক মিটিংয়ে অনেক নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতেও আমরা কাজ করব।”

করোনাভাইরাস মোকাবেলায় সরকারের কিছু সিদ্ধান্তের পাশাপাশি বেশ কিছু নির্দেশনাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। এগুলো হলো-

  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল বিভাগের সকল সংস্থার সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে
  •  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অফিসে সমন্বিত একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সেখান থেকে পুরো দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
  • ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সব ফ্লাইট আগেই বাতিল করা হয়েছিল। যুক্তরাজ্যের ফ্লাইট চালু ছিল, সেটাও আগামী এক দুই দিনের মধ্যে বন্ধ করা হবে।
  • সরকার সব ধরনের পর্যটন নিরুৎসাহিত করতে, আপাতত বেড়ানো বন্ধ রাখতে বলা হচ্ছে।
  • ক্লাব, সিনেমা হল আগেই বন্ধ করতে বলা হয়েছিল। সব ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানও সীমিত করতে বলছে সরকার।
  • বড় আকারে বিয়ের অনুষ্ঠান না করতে আহ্বান জানানো হচ্ছে, করতে হলেও তা যেন সীমিত আকারে হয়।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত চার জনকে শনাক্ত করা হয়েছে। এরপরই আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রেস ব্রিফিং করে জানিয়েছেন, করোনাভাইরাসে কোনো এলাকা বেশি আক্রান্ত হলে ওই এলাকা লকডাউন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আজকের ভিডিও কনফারেন্সে যোগ দেন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত হয়েছে ১৭ জন। আর মারা গেছেন একজন।#

পার্সটুডে/এনএম/এআর/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ