করোনা: নাসিমের অবস্থা সঙ্কটাপন্ন, জাফরুল্লাহ চৌধুরীর উন্নতি, কামরান হাসপাতালে
করোনাভাইরাস কোভিড-১৯ রোগে আক্রান্ত বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থা সঙ্কটাপন্ন। তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
আজ (শনিবার) মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে জানান, দুই দিন উনার জন্য খুবই ক্রিটিক্যাল বলে জানিয়েছেন চিকিৎসকরা। পিতার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তানভীর শাকিল।
এদিকে, বিকেল সোয়া ৫টার দিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে মোহাম্মদ নাসিমের চিকিৎসায়। বোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ রয়েছেন।
বিপ্লব বড়ুয়া বলেন, অপারেশনের পর চিকিৎসকরা মোহাম্মদ নাসিমকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন। এবার তা বাড়ানো হয়েছে। তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। তার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।
তিনি আরও বলেন, তার উন্নত চিকিৎসার ব্যাপারে মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে। তারা কেবলই মিটিং শেষ করেছেন। মিটিংয়ে তার পরবর্তী উন্নত চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা।
এর আগে শুক্রবার ভোরে স্ট্রোক করায় তার অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে অস্ত্রোপচার করা হয় এবং তা সফল হয় বলেও জানান চিকিৎসকরা।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার কিছুটা উন্নতি
করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বিশিষ্ট চিকিৎসক ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তৃতীয়বারের মতো দেয়া হয়েছে প্লাজমা থেরাপি। সকাল থেকে তার অক্সিজেন নিতে হয়নি। সকালে উঠে ফ্রেশ হয়ে নাশতা করেছেন। আজ সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এসব তথ্য জানান।
সিলেটের সাবেক মেয়র কামরানকে হাসপাতালে ভর্তি
করোনা আক্রান্ত সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে তাকে চেকআপের জন্য সিলেটের করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এ সময় তার শারীরিক অবস্থার অবনিত হওয়ার কারনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাতে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ শনাক্ত হয় কামরানের।
তার স্ত্রী আসমা কামরানও ২৭ মে করোনা আক্রান্ত হন। এরপর থেকে কামরান নিজ বাসাতেই ছিলেন। এদিকে- কামরানের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে আওয়ামী লীগ নেতা আরমান আহমদ শিপলু।#
পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।