বাজেটে জীবন ও জীবিকাকে অগ্রাধিকার দেয়া হয়েছে: কাদের
(last modified Wed, 10 Jun 2020 13:37:16 GMT )
জুন ১০, ২০২০ ১৯:৩৭ Asia/Dhaka
  • বাংলাদেশের ক্ষমতাসীর দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    বাংলাদেশের ক্ষমতাসীর দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশের ক্ষমতাসীর দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী ও কল্যাণমুখী বাজেট আগামীকাল জাতীয় সংসদে উত্থাপিত করা হবে।

আজ রাজধানীতে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হয়ে সেতুমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে অংশীজনদের মতামত, পরামর্শ এবং অর্থনীতিবীদদের অভিজ্ঞতা ও পার্টির ইশতেহারের সাথে সমন্বয় করেই বাজেট প্রণয়ন করা হয়েছে।

মানবিক বিপর্যয় ঘটেছে: আসম রব

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, করোনার মহাদুর্যোগে ইতোমধ্যেই মানবিক বিপর্যয় ঘটেছে। এ অবস্থায় সরকার যে বাজেট দিচ্ছে তাতে আয় বৈষম্য কমাতে না পারলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে। বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে আ স ম রব দাবী করেন, মেগা প্রজেক্টের নামে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের প্রতিযোগিতা এবং বিপদজ্জনক আয় বৈষম্য রাষ্ট্রের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে।

তিনি দাবী করেন, এবারের বাজেট গতানুগতিক না হয়ে গণমুখী বাজেট হতে হবে বাজেটে স্বাস্থ্যখাত, কৃষিখাত ও শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেই সাথে ক্ষতিগ্রস্ত শিল্প-কলকারখানা চালু এবং কয়েক কোটি মানুষের কর্মসংস্থান সহ গণমুখী পরিকল্পনা গ্রহণেরও দাবি জানান। রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন অংশীদারিত্ব গণতন্ত্র ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে সংকট মোকাবেলারও আহবান জানান।

দেশে “ক্যাসিনো ক্যাপিটালিজম”-এর জন্ম দেওয়া হয়েছে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ২০০৯ সালের পর থেকে বিদেশে টাকা পাচারের হিড়িক পড়েছে। কুয়েতে গ্রেপ্তার হওয়া লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলদের অপকর্মের দায় সরকার এড়াতে পারে না।

আজ (বুধবার) এক ভিডিও কনফারেন্সে রিজভী বলেন, ‘যাদের ধনস্ফীতির কোনো বৈধ উৎস জানা যায় না, তাদেরকেই রাজনীতিতে প্রতিষ্ঠিত করা হয়েছে দুর্বৃত্তায়নের মাধ্যমে-প্রকৃত রাজনীতিক ও রাজনীতিকে ধ্বংস করে। এরা ক্ষমতাসীন হওয়ার পর  বিগত ১২ বছরে এ দেশে “ক্যাসিনো ক্যাপিটালিজম”–এর জন্ম দেওয়া হয়েছে।’

২০০৯ সালে শেখ হাসিনার আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ থেকে টাকা পাচারের হিড়িক চলে- এমনটি অভিযোগ করে বিএনপি এই নেতা বলেন, ‘বর্তমানে এমপি হতে ভোটের প্রয়োজন হয় না। বিগত ১২ বছরে সুইস ব্যাংকসহ মালয়েশিয়া, কানাডায় লাখ লাখ কোটি টাকা পাচার করেছেন ক্ষমতা–সংশ্লিষ্ট ব্যক্তিরা। ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার মহাদুর্নীতি, টেন্ডারবাজী, দখল ও নিয়োগ–বাণিজ্যের মাধ্যমে দেশজুড়ে যে লুটের মহোৎসব চলছে, কুয়েতে এমপি গ্রেপ্তার তারই একটি নমুনামাত্র।’#

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ