বাংলাদেশে করোনায় নতুন শনাক্ত ৩৮৬৮, মৃত্যু ৪০, সুস্থ ১৬৩৮
https://parstoday.ir/bn/news/bangladesh-i80968-বাংলাদেশে_করোনায়_নতুন_শনাক্ত_৩৮৬৮_মৃত্যু_৪০_সুস্থ_১৬৩৮
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস কোভিড-১৯ রোগে আরও ৪০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৬৬১ জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৮৬৮ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ ৩০ হাজার ৪৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৩৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৫৩ হাজার ১৩৩ জন।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
জুন ২৬, ২০২০ ১৫:২৮ Asia/Dhaka
  • অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
    অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস কোভিড-১৯ রোগে আরও ৪০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৬৬১ জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৮৬৮ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ ৩০ হাজার ৪৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৩৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৫৩ হাজার ১৩৩ জন।

আজ (শুক্রবার) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, মারা যাওয়া ৪০ জনের মধ্যে নারী ৯ জন এবং পুরুষ ৩১ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে এদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা ও বরিশাল বিভাগে চার জন করে এবং সিলেট ও রংপুর বিভাগে তিন জন করে রয়েছেন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ২৭৫টি, আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪৯৮টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৭ শতাংশ।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। 

মসজিদে দোয়া পাঠ

এদিকে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে মুসল্লিরা জুমার নামাজে অংশ নিয়েছেন এবং করোনা মহামারী থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেছেন। জুমার নামাজে প্রচুর মুসল্লির সমাগম ঘটে।

মসজিদে  খুৎবা পূর্ব বয়ানে খতিবগণ করোনায় আক্রান্ত রোগীদের সাথে অমানবিক আচরণ না করার জন্য গুরুত্বারোপ করেছেন। 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিববুল্লাহ হিল বাকি নদভী খুৎবা পূর্ব বয়ানে বলেন, মানুষ কত শক্তিশালী তারা বনের হিংস্র বাঘকেও খাচার ভেতরে আটকে রাখে। অথচ অদৃশ্য করোনাভাইরাস জীবাণুর কাছে মানুষ আজ পরাজিত। তিনি বলেন, মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য করোনাভাইরাস পাঠানো হয়েছে। 

নগরীর সেগুনবাগিচা মসজিদে নূর এর খতিব মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী বয়ানে বলেন, মহান আল্লাহপাক সব কিছুর নিয়ন্ত্রক। হায়াত মউত আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আল্লাহ রিজিকদাতা। বান্দার সুস্থতা অসুস্থতা আল্লাহতায়ালার হাতেই। এই বিশ্বাসের ওপর যারা বিশ্বাসী তাদের কোনো ভয় নেই। না কোনো শঙ্কা। আল্লাহ তাদের জন্য রহমতের ফেরেশতা প্রেরণ করেন এবং আখেরাতে রয়েছে তাদের জন্য উত্তম পুরস্কার।# 
 

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন