ঈদে গণপরিবহন চলবে- কাদের: বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ বাড়বে
https://parstoday.ir/bn/news/bangladesh-i81491-ঈদে_গণপরিবহন_চলবে_কাদের_বিশেষজ্ঞরা_বলছেন_স্বাস্থ্যবিধি_না_মানলে_সংক্রমণ_বাড়বে
আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে ঈদের আগের তিনদিন ভারী পরিবহন বন্ধ থাকবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ১৬, ২০২০ ১৭:১৮ Asia/Dhaka
  • সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে ঈদের আগের তিনদিন ভারী পরিবহন বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার সকালে এক ভিডিও বার্তায় সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জরুরি সেবা, অত্যাবশ্যকীয় পণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস সামগ্রী, কোরবানির পশুবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিস্তারিত জানাবে।’

তিনি বলেন, ‘আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি। না হলে ঈদের আনন্দ অচিরেই বিষাদে রূপ নিতে পারে।’

‘কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে করোনার সংক্রমণের মাত্রা উঁচু ঝুঁকিতে পৌঁছে যাবে বলে ইতোমধ্যে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। আসুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাগুলো প্রতিপালন করি। স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি’, যোগ করেন ওবায়দুল কাদের।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল  জানিয়েছেন, সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই তৈরি পোশাকসহ শিল্প-কলখানার শ্রমিকদের ছুটি থাকবে। তবে, ঈদের ছুটির সময় গার্মেন্টস কর্মীদের কর্মস্থল ত্যাগ না করার আহ্বানও জানিয়েছেন স্বারাষ্ট্রমন্ত্রী।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পখাতে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটিসহ শিল্প এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পোশাক কারখানার মালিক ও শ্রমিকপক্ষের নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসন্ন ঈদের ছুটি তিনদিনই থাকছে। এই ছুটি বাড়ানো হবে না। ছুটিকালীন কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।’ এ সময় তিনি গার্মেন্টস কর্মীদেরও কর্মস্থল ত্যাগ না করার আহ্বান জানিয়ে বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের ইতিমধ্যে জুন মাসের বেতন দেওয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন-ভাতা, বোনাসের বিষয়ে বিজিএমইএ’র সঙ্গে বৈঠকে করে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৬