স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়ন সরকারের অগ্রগতির মাইলফলক: গওসোল আজম সরকার
https://parstoday.ir/bn/news/bangladesh-i82244-স্থিতিশীলতা_প্রতিষ্ঠা_ও_অর্থনৈতিক_উন্নয়ন_সরকারের_অগ্রগতির_মাইলফলক_গওসোল_আজম_সরকার
বাংলাদেশ বর্তমান সরকারের সময়কালে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে। জাতীয় শোক দিবস উপলক্ষে রেডিও তেহরানের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব এ.এফ.এম. গওসোল আজম সরকার।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ১৩, ২০২০ ২১:১১ Asia/Dhaka

বাংলাদেশ বর্তমান সরকারের সময়কালে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে। জাতীয় শোক দিবস উপলক্ষে রেডিও তেহরানের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব এ.এফ.এম. গওসোল আজম সরকার।

রেডিও তেহরানের 'আলাপন' অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন: বিশেষ করে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। 

১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। বাংলাদেশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির নিজ বাসভবনে সপরিবারে নিহত হন তিনি। তাঁর সঙ্গে নিহত হন পরিবারের আরও ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় তাঁরা প্রাণে রক্ষা পান।

বিস্তারিত সাক্ষাৎকারটি আপনাদের জন্য আপলোড করা হলো।

পার্সটুডে/নাসির মাহমুদ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।