শীতে বাংলাদেশে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i83009-শীতে_বাংলাদেশে_করোনা_সংক্রমণের_দ্বিতীয়_তরঙ্গ_দেখা_দিতে_পারে_কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশেষজ্ঞদের মতে শীতে দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে এবং বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২০ ১৮:৩২ Asia/Dhaka
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশেষজ্ঞদের মতে শীতে দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে এবং বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) প্রতিনিধি সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এদিকে, দেশে ২৪ ঘন্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০২ জনে। এ ছাড়া নতুন করে আরও ১ হাজার ২৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় যে ৩৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ২৩ এবং নারী ১১ জন। শনাক্ত বিবেচনায় এসময় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৪৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭০.৯০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৯৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭২৩ টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৭ লাখ ১৫ হাজার ৪৮১টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৮২ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৯৬ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৫৯ শতাংশ।

ওদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আজ বলেছেন, দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন এলে কেউ যেন বাদ না যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বিশ্বের যেখানেই ভ্যাকসিন পাওয়া যাবে এখান থেকেই করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশে আনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

শনিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাকালে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠকদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান উপহার প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় অত্যন্ত সফলতার সাথে কাজ করছেন। ব্যবসায়ী, পেশাজীবী, চাকুরীজীবী, পাশাপাশি খেলোয়াড়, সংস্কৃতিকর্মী, সমাজকর্মীসহ বিপদগ্রস্ত সব মানুষের পাশে দাঁড়িয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে করোনায় সৃষ্ট সংকটময় পরিস্থিতি মোকাবেলায় ৬৮ হাজার জনপ্রতিনিধির মধ্যে মাত্র ৫৩ জন জনপ্রতিনিধি বিভিন্ন অনিয়ম ও কারচুপির সাথে জড়িত হয়েছেন। যাদের প্রত্যেকেরই শাস্তি নিশ্চিত করা হয়েছে, যা সুশাসনের অনন্য নজির।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।