রোহিঙ্গা সংকট: সমাধান না হলে এ অঞ্চলে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশেষজ্ঞরা
(last modified Sat, 12 Sep 2020 15:57:12 GMT )
সেপ্টেম্বর ১২, ২০২০ ২১:৫৭ Asia/Dhaka

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড: আব্দুল মোমেন আসিয়ান ফোরামের বৈঠকে বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধান না হলে, দেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের আশঙ্কা রয়েছে। এ সময় সংকট সমাধানে আসিয়ানের ভূমিকার বিকল্প নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) আসিয়ান ফোরামের ২৭তম বৈঠকে ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড: আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে তিনটি চুক্তি সই হয়েছে। মিয়ানমার বলেছে, রোহিঙ্গাদের জন্য সেখানে অনকূল পরিবেশ তৈরি করবে। তবে সেখানে অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় একজন রোহিঙ্গাও ফেরত যাননি।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোর লক্ষ্যে রাখাইনে আসিয়ান, রাশিয়া, চীন, ভারতসহ অন্য যেকোনো বন্ধু দেশকে পছন্দমতো মিয়ানমার বেসামরিক পর্যবেক্ষক নিয়োগ করতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী ড: আবদুল মোমেন

এ প্রসংগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড: আকমল হোসেন রেডিও তেহরানকে বলেছেন, নির্যাতনের মুখে পালিয়ে এসে ক্যাম্প জীবনে হতাশা ও বিক্ষোভ থেকে কোন রকম চরম পথ বেছে নিতে পারে রোহিঙ্গারা। যেমনটি হয়েছিল প্যালেষ্টাইনীদের বেলায়।

তিনি আরো বলেন, বাংলাদেশ একাধিকবার উদ্যোগ নিলেও মিয়ানমারের আন্তরিকতার কারণে রোহিঙ্গাদের ফেরত যাওয়া হয় নি। মিয়ানমারের সীমানার অদূরে, বাংলাদেশের কক্সবাজারের পাহাড়গুলোতে গাদাগাদি করে বাস করে প্রায় এগার লক্ষ রোহিঙ্গা। পাহাড়ি বনভূমি উন্মুক্ত করে তৈরি করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ এই আশ্রয় শিবির। পার্শ্ববর্তী টেকনাফ ও উখিয়াতেও গড়ে উঠেছে বেশ কিছু ক্যাম্প।

বাংলাদেশে রোহিঙ্গাদের মধ্যে বেশীরভাগ, প্রায় সাত লাখ লোক এসেছেন ২০১৭ সালের আগস্টের শেষের দিকে রাখাইনে বড় আকারের সহিংসতা শুরু হবার পর। এছাড়া, বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের ওপর নির্যাতন এড়াতে আগেই এসেছিল চার লক্ষের মতো রোহিঙ্গা। বাংলাদেশে তাদের দীর্ঘদিনের অবস্থানের কারণে মানবিক বিপর্যয়ের সাথে পরিবেশগত ও সামাজিক সমস্যারও সৃষ্টি হয়েছে।পর্যবেক্ষকদের মতে এ অবস্থায় রোহিঙ্গাদের মাঝে  উগ্রবাদ বা সন্ত্রাসবাদ  ছড়িয়ে পড়লে তা হবে এ অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা সংকট।#

 

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ