বাংলাদেশে করোনা ভ্যাকসিন তৈরিতে একধাপ অগ্রগতি, আরও ৩৩ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i83537-বাংলাদেশে_করোনা_ভ্যাকসিন_তৈরিতে_একধাপ_অগ্রগতি_আরও_৩৩_জনের_মৃত্যু
করোনা ভাইরাসের লাগাম টানতে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে গেছে  বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান-গ্লোব বায়োটেক।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ০২, ২০২০ ১৭:৩৪ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনা ভ্যাকসিন তৈরিতে একধাপ অগ্রগতি, আরও ৩৩ জনের মৃত্যু

করোনা ভাইরাসের লাগাম টানতে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে গেছে  বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান-গ্লোব বায়োটেক।

প্রতিষ্ঠনটির উদ্ভাবিত ‘ব্যানকোভিড করোনা প্রতিরোধে সক্ষম’ বলে জানিয়েছে মার্কিন মেডিকেল জার্নাল বায়োআর্কাইভ। এ বিষয়ে গতকাল (বৃহস্পতিবার) নিজেদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোব বায়োটেক।

প্রতিষ্ঠানটি দাবি করেছে, প্রাণিদেহে পরীক্ষামূলক প্রয়োগ শেষে নিরাপত্তা ও কার্যকারিতার মানদণ্ডে শতভাগ উতরে গেছে ভ্যাকসিনটি। পরবর্তী পদক্ষেপ হিসেবে সিআরও প্রস্তুত করে তা বিএমআরসিতে জমা দেয়ার জন্য তৈরি করা হয়েছে। অনুমতি মিললে চলতি মাসেই মানবদেহে পরীক্ষা শুরু করবে বলে জানান গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ।

এদিকে জার্নালটি এখনও রিভিউ হয়নি জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রাণিদেহে সফল হলেও মানবদেহের উপযোগী হতে ভ্যাকসিনটিকে পাড়ি দিতে হবে আরও কয়েকটি ধাপ।

এ প্রসঙ্গে মেডিসিন বিশেষজ্ঞ সৈয়দ আতিকুল হক বলেন, ভ্যাকসিনটির এ পর্যন্ত সফলতা বৈজ্ঞানিকভাবে বেশ বলিষ্ঠ অবস্থানই প্রমাণ করে। আমাদের রক্তে যেসব উপাদান তৈরি হলে জীবাণু বা ভাইরাসের বিরুদ্ধে আমাদের শরীর লড়াই করতে পারে সেই জিনিসগুলো যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইমিউনোজেনেসিটি বলে, এই ভ্যাকসিনটি ইঁদুরের শরীরে তা ভালোমতো তৈরি করতে সক্ষম হয়েছে।

২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু

এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে  গত চব্বিশ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০৮টি ল্যাবে ১১ হাজার ১৭৬ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৩৯৬ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩০৫ জনে।

সবশেষ চব্বিশ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৬ ও নারী পাঁচজন। তাদের মধ্যে হাসপাতালে ১৮ ও বাড়িতে তিনজনের মৃত্যু হয়।

সরকারি হিসাব মতে, বাংলাদেশে এ যাবৎ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন। এ ছাড়া নতুন করে ১ হাজার ৫৪৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন।

আজ (শুক্রক্রবার) দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো  সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ।

আরও এক চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন মারা গেছেন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।