কক্সবাজারে রোহিঙ্গারা জড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে: ব্যবস্থা নেয়ার আহ্বান নাগরিক সমাজের
কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা জড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে। অস্ত্র ও মাদক ব্যবসা, মানব পাচার, ডাকাতি, চাঁদাবাজি এসব ভয়ানক অপরাধকে কেন্দ্র করে আধিপত্যর লড়াইয়ে বেপরোয়া হয়ে উঠেছে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠি। প্রতিপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গত এক সপ্তাহে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিহত হয়েছেন অন্তত: ১১ জন।এদের মধ্যে একজন বাংগালী গাড়ী চালকও নিহত হয়েছন।
বুধবার রাতে কুতুপালং ক্যাম্পের সি ব্লকে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় আতংঙ্কিত ক্যাম্পবাসী নিজের ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ক্যাম্পজুড়ে বিরাজ করছে চরম নিরাপত্তাহীনতা।
কক্সবাজারের স্থানীয় নাগরিক সমাজ তাদের উদ্বেগের কথা জানিয়ে কঠোর হাতে এসব অপরাধ নিয়ন্ত্রনের সরকারের নিকট দাবী জানিয়েছেন।
এ অবস্থায় চট্রগ্রাম, রেঞ্জের উপ-পুলিশ মহা পরিদর্শক ( ডিআইজি) মো: আনোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার ক্যাম্প এলাকা পরিদর্শনে গিয়ে অপরাধীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। গত কয়েকদিনের সংঘর্ষ ও প্রাণহারি ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে ৫টি। আটক হয়েছে ২৩ জন। প্রায় বারো লক্ষ বাস্তচ্যুত রোহিঙ্গা কক্সবাজারে ৩৪টি ক্যাম্পে ঠাসাঠাসি করে থাকছে। রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে সবচেয়ে বড় কুতুপালং। নিবন্ধিত-অনিবন্ধিত মিলে এখানে ক্যাম্পের সংখ্যা ২২টির মতো। দিনের বেলায় পরিবেশ কিছুটা ভালো থাকলেও রাতে গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ক্যাম্পের অভ্যন্তরে বন্ধ রয়েছে অধিকাংশ এনজিও অফিস, যান চলাচল ও দোকানপাট। ক্যাম্পজুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা।
শুধু সাধারণ রোহিঙ্গারাই নয়, আতঙ্কে আছে সেখানে নিয়োজিত দেশি-বিদেশি সংস্থাগুলোর কর্মীরাও। তবে ক্যাম্প এলাকা স্পর্শকাতর হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমত হিমসিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকেও।
স্থানীয়রা জানায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আধিপত্য বিস্তার, চাঁদার ভাগাভাগি নিয়ে কয়েক সপ্তাহ ধরে মুন্না ও আনাস বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে গোলাগুলি এবং সংঘর্ষ চলছে। সাধারণ রোহিঙ্গারা জানিয়েছে, দুইপক্ষে চার শতাধিক সন্ত্রাসী রয়েছে। #
পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।