ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র করার প্রতিবাদ:
ঢাকায় শিয়া মুসলমানদের বিক্ষোভ
-
ঢাকায় শিয়া মুসলমান সম্প্রদায়ের বিক্ষোভ
ফ্রান্সে মহানবীকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজধানী ঢাকার শিয়া মুসলমান সম্প্রদায়ের লোকজন।
শুক্রবার বাদ জুম্মা পুরাণ ঢাকার হোসনী দালান ইমামবাড়া ও মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সমবেত হয়।
পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাওলানা হাবিব রেজা, মাওলানা হাশেম আব্বাস ও মাওলানা আশরাফুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, মহানবী (সা.) সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। ফ্রান্সে মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে শিয়া মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এরই সঙ্গে এই আচরণের বিরুদ্ধে সব আন্দোলনের সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করে।
বক্তারা অনতিবিলম্বে ফ্রান্স সরকারকে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য করার দাবি জানান। পাশাপাশি ফ্রান্সের সব পণ্য বর্জনেরও দাবি জানান।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/০৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।