৭ নভেম্বর বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
(last modified Sat, 07 Nov 2020 13:19:58 GMT )
নভেম্বর ০৭, ২০২০ ১৯:১৯ Asia/Dhaka

১৯৭৫ সালের  ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে  বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে  শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জাতীয় ও আন্তর্জাতিক যে ষড়যন্ত্রের কারণে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ৩ নভেম্বর গৃহবন্দি করা হয়েছিল, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এদেশের দেশপ্রেমিক সিপাহী এবং জনগণ ৭ নভেম্বর জিয়াউর রহমানকে মুক্ত করে দেশে সত্যিকার অর্থে স্বাধীনতাকে সুসংহত করেন।

বিএনপি মহাসচিব বলেন, প্রকৃতপক্ষে ৭ নভেম্বর থেকেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, বহুদলীয় গণতন্ত্র এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করার সেই সুযোগ সৃষ্টি হয়েছিল এবং এর নেতৃত্ব দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান। 

জিয়াউর রহমানের কবরে বিএনপি'র শ্রদ্ধা

মির্জা ফখরুল বলেন, আজকের এই দিনটি বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৫ সালে  যে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, জনগণের অধিকারকে হরণ করা হয়েছিল, আজকে আবার ঠিক একই কায়দায় বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে।

তিই বলেন, ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের স্মরণে আবারো শপথ নিয়েছি, আমরা গণতন্ত্রকে উদ্ধার করবো, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং এই গণতন্ত্রের সংগ্রামকে অবশ্যই জয়ী করবো ইনশাআল্লাহ।

এর আগে সকাল ১১টায় স্বাস্থ্য বিধি মেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান। তারা সাবেক রাষ্ট্রপতির রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ