বাংলাদেশে করোনা সংক্রমণ, মুত্যু উর্ধ্বমুখী: হাসপাতালে সিট নেই, স্বাস্থ্যবিধি মানার পরামর্শ
বাংলাদেশে করোনা সংক্রমণ এবং করোনাজনিত মৃত্যু গত ৩ সপ্তাহ ধরে উর্ধ্বমুখী রয়েছে। করোনা আক্রান্ত হয়ে জটিল রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চাপ বাড়ছে হাসপাতালে।
অসুস্থ স্বজনকে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে রোগীর নিকট আত্মীয়দের। হাসপাতালে সিট না পেয়ে অনেক রোগীকে ফিরে যেতে হচ্ছে।
হাসপাতালসূত্রে জানা গেছে গত সপ্তাহে বেড খালি পাওয়া গেলেও এ সপ্তাহে সব সিট রোগীদের দ্বারা দখল হয়ে আছে। এমনটি জানিয়েছেন, রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালের আআসিক চিকিৎসক ডাক্তার সালাহ উদ্দিন।

তাই তীব্র শীতের আগেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার পাশাপাশি জনসচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলা শিথিল হওয়ায় পাল্টে যাচ্ছে পরিস্থিতি। তীব্র শীতের আগেই সচেতন হওয়ার পরামর্শ তাদের।
গত ২৯ অক্টোবর থেকে ০৪ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে দেশে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ছিল ৯,৪০৪; পরবর্তী সপ্তাহে (নভেম্বর ০৫-১১) তা বেড়ে দাঁড়ায় ১১,১৮৯ এবং গত সপ্তাহে বুধবার পর্যন্ত তা ১৩,৪৪২ এ পৌঁছে যায়। গত মঙ্গলবার করোনায় সারাদেশে মারা গেছেন ৩৯ জন, যা গত দুই মাসে সর্বোচ্চ।
আজ শুক্রবার করোনা বিষয়ক সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ২৭৫ জন। #
পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২০