রেডিও তেহরানের অনুষ্ঠানমালা পুস্তক আকারে প্রকাশ করবে আবাবিল হজ্জ গ্রুপ
(last modified Fri, 27 Nov 2020 11:22:27 GMT )
নভেম্বর ২৭, ২০২০ ১৭:২২ Asia/Dhaka
  • (বাম দিক থেকে) আব্দুর রহমান খান, আলহাজ্ব মোঃ আবু ইউসুফ, মোঃ আশরাফুর রহমান, শাহ আলম নূর এবং মোঃ মুজাহিদুল ইসলাম
    (বাম দিক থেকে) আব্দুর রহমান খান, আলহাজ্ব মোঃ আবু ইউসুফ, মোঃ আশরাফুর রহমান, শাহ আলম নূর এবং মোঃ মুজাহিদুল ইসলাম

রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠানমালা আরো বেশী সংখ্যাক বাংলাভাষীর মাঝে পুস্তক আকারে ছড়িয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের উদ্যোক্তা প্রতিষ্ঠান আবাবিল হজ্জ গ্রুপ। রেডিও তেহরানের বাংলা বিভাগের পরিচালক মুজতাবা ইব্রাহিমি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অনুমোদনপত্র বুধবার আবাবিল গ্রুপের চেয়ারমান আলহাজ্ব মোহাম্মাদ আবু ইউসুফের হাতে পৌঁছে দেন তেহরান থেকে আগত সিনিয়ার ব্রডকাস্ট জার্নালিস্ট মুহাম্মদ আশরাফুর রহমান।

বাংলাদেশের রাজধানী ঢাকার পুরানা পল্টনস্থ আবাবিল গ্রুপের অফিসে এ অনুমোদন পত্রটি আলহাজ্ব মোহাম্মাদ আবু ইউসুফের কাছে হস্তান্তর উপলক্ষে এ সময় উপস্থিত ছিলেন রেডিও তেহরানের বাংলা বিভাগের সাবেক পরিচালক মোহাম্মাদ মুজাহিদুল ইসলাম, বাংলাদেশের বিশেষ সংবাদদাতা আব্দুর রহমান খান এবং নাট্যকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবাবিল গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহ আলম নূর। 

এ সময় আবাবিল গ্রুপের চেয়ারমান আলহাজ্ব মোহাম্মাদ আবু ইউসুফ ইসলামি দুনিয়ায় ইরানের নেতৃত্ব প্রদানকারী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তেহরান রেডিও'র প্রতি তার গভীর আবেগের কথা উল্লেখ করে তিনি বলেন, রেডিও তেহরান থেকে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠানমালা পুস্তক আকারে প্রকাশ করা হলে বাংলা ভাষাভাষীদের মাঝে ইরান সম্পর্কে আরও বেশি আগ্রহ সৃষ্টি হবে এবং দু’দেশের মানুষদের মধ্যে বন্ধুত্ব গভীর হবে।

প্রাথমিকভাবে রেডিও তেহরান থেকে প্রচারিত মুসলিম সমাজে স্বামী-স্ত্রীর সম্পর্ক বিষয়ক 'সোনালী নীড়' ও 'ভার্চুয়াল জগত: সম্ভাবনা ও শঙ্কা' শীর্ষক অনুষ্ঠান দু'টি বই আকারে প্রকাশ করবে আবাবিল হজ্জ গ্রুপ। এ দু'টি বই আসন্ন একুশে বই মেলা উপলক্ষে পাঠকের হাতে পৌঁছে দেয়া হতে পারে। এরপর ক্রমান্বয়ে অন্যান্য অনুষ্ঠানকে কেন্দ্র করেও পুস্তক প্রকাশের আগ্রহ প্রকাশ করেন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মাদ আবু ইউসুফ।

তিনি  বলেন, এরপর সুন্দরভাবে জীবনযাপনের উপায় নিয়ে অনুষ্ঠান- 'জীবনশৈলী', ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের জীবনী নিয়ে অনুষ্ঠান 'নওমুসলিমদের আত্মকথা', শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান 'রংধনু আসর' এবং পারিবারিক সুস্থতার দিকনির্দেশনামূলক অনুষ্ঠান 'সুস্থ পরিবার' নিয়েও বই প্রকাশ করার ইচ্ছে তার রয়েছে।  

সাক্ষাতে আলহাজ্জ মুহাম্মদ আবু ইউসুফ রেডিও তেহরানকে বলেন, এটা বিস্ময়কর যে, ইরান তার দৃঢ় মনোবল এবং ইসলামের প্রতি অবিচল থেকে বিশ্বের বলদর্পী দেশ আমেরিকা ও তার দোসরদের সবরকম চাপ মোকাবেলা করে শুধু টিকে থাকা নয় বরং নানা ক্ষেত্রে অগ্রগতি অর্জন করে চলেছে। 

তিনি আশা করেন, হালাল খাদ্য আমদানি, বিমান পরিবহন এবং পর্যটন খাতে আবাবিল গ্রুপের যে ব্যবসা রয়েছে তা ভবিষতে তেহরান ও ঢাকার মধ্যকার সম্পর্ককেও এগিয়ে নিতে সহায়তা করবে।

উল্লেখ্য, ইরানের সঙ্গে রয়েছে বাংলাদেশের সুপ্রাচীন ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন।  ইরানের রয়েছে উন্নত মানের তাজা ও শুষ্ক ফলের সমাহার, রয়েছে প্রাচীন সভ্যতা-সাংস্কৃতির নিদর্শন ও দর্শনীয় স্থানসমুহ। আর এসবের প্রতি বাংলাদেশের মুসলমানদের রয়েছে আবেগ-অনুভূতির সম্পর্ক।

ইসলাম ও সুফি দর্শনের অসংখ্য মহাপুরুষদের স্মৃতি বিজড়িত ইরানের শহরগুলিতে ভ্রমণ করার সুপ্ত আগ্রহ সবার মধ্যে রয়েছে। আবাবিল গ্রুপ তাদের বিমান পরবহন কার্যক্রমের আওতায় ভবিষ্যতে ইরানে এ রকম ভ্রমণ প্যাকেজ চালু করতে পারবে বলে আশা করেন আলহাজ্জ মুহাম্মদ আবু ইউসুফ। এ ধরনের ভ্রমণ বিনিময়ের আওতায় প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বাংলাদেশকেও দেখার সুযোগ পাবেন ইরানের মানুষেরা।#  

পার্সটুডে/ আব্দুর রহমান খান / বাবুল আখতার/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ