বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে চার মাদ্রাসাছাত্র আটক
(last modified Sun, 06 Dec 2020 10:17:51 GMT )
ডিসেম্বর ০৬, ২০২০ ১৬:১৭ Asia/Dhaka
  • কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য
    কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য

কুষ্টিয়ায় জেলা শহরে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ অপরাহ্ণে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সিসিটিভির ফুজেট দেখে, প্রথমে দু’ জনকে সনাক্ত করা হয়  এবং পরে তাদের স্বীকারোক্তিতে আরও দুজনকে আটক করা হয়। আটককৃত চারজন  হলেন:  আবু বকর, নাহিদ, আলামিন ও ইউসুফ। এরা সবাই কুষ্টিয়ার স্থানীয় ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভাস্কর্য ভাঙার উস্কানির পেছনে একজনকে চিহ্নিত করা হয়েছে। তদন্তের পর, তার নাম প্রকাশ করা হবে।

কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ শুক্রবার রাতের কোনো এক সময় ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভি ফুটেজে দেখা গছে রাত ২ টার পর দুই ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে এসে মই দিয়ে ওপরে ওঠে। এরপর তারা ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভেঙে নিরাপদে চলে যায়।

এদিকে, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা  নিয়ে দেশব্যাপী উত্তেজনার মধ্যেই শনিবার রাত সাড়ে সাতটার দিকে নম্বর প্লেট ছাড়া একটি নোহা গাড়ি বঙ্গবন্ধুর ভাস্কর্যটির কাছে লোকজনের ভিড়ের মাঝে  ফাঁকা গুলি ছুড়ে দ্রুত চলে যায়।  ঘটনার পরপরই ব্যস্ততম ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে উপস্থিত পুলিশ লাইনসের উপপরিদর্শক (এসআই) মকছেদুর রহমান এ ঘটনা সরাসরি প্রত্যক্ষ করেন। তবে তিনি গাড়িটি আটকাতে পারেননি।

হাইকোর্টে রীট

বঙ্গবন্ধুর-সহ দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। রিটে স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়েছে, দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি স্বাধীনতার প্রতীক। তার ভাস্কর্য অরক্ষিত থাকবে, সেটি হতে পারে না।

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ  আজ রোববার সারা দেশে  বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে। 

ওবায়দুল কাদের

ওদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশব্যাপী ধর্মীয় বিভেদ তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত, দেশের চেতনার মর্মমূলে হামলা।

রোববার (৬ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যুক্ত হয়ে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের

ওদিকে, ভাস্কর্যের পক্ষ-বিপক্ষে যুক্তি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসাইনকে স্থায়ীভাবে সংগঠন থেকে  বহিষ্কার করা হয়েছে।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ