বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: পাঁচ বছরেও পাওয়া যায় নি তদন্ত প্রতিবেদন
মার্কিন ফেডারেল ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গত পৌনে পাঁচ বছরেও তদন্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে পুলিশের অপরাধ তদন্ত শাখা।
২০১৬ সালের ০৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড জালিয়াতিরমাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতানামাদের আসামি করে একটি মামলা করেন। মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এবং তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর আওতায় ওই মামলা দায়ের করা হয়।
এ মামলায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে আজ রোববার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আগামী ১৩ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলাটিতে ৪৫ বার সময় দিয়েছে আদালত।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।