কথাবার্তা: ভাস্কর্য ইস্যু- স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা সফল, দাবি কওমি আলেমদের
(last modified Tue, 15 Dec 2020 07:43:07 GMT )
ডিসেম্বর ১৫, ২০২০ ১৩:৪৩ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১৫ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • পদ্মা সেতু কারো পৈতৃক সম্পত্তি নয় : ফখরুল-দৈনিক ইত্তেফাক
  • জুয়ায় হেরে বউকে গণধর্ষণের অনুমতি, সম্মতি না দেয়ায় এসিড নিক্ষেপ-দৈনিক ইত্তেফাক
  • নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট-যুগান্তর
  • ইলেক্টোরাল কলেজের ভোটেও বাইডেনের জয় -দৈনিক সমকাল
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা সফল, দাবি কওমি আলেমদের-কালের কণ্ঠ
  • বঙ্গবন্ধু সেতু দিয়ে ৬ ঘণ্টা যানচলাচল বন্ধ, ৪০ কিলোমিটার যানজট-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • ‘কৃষক, পড়ুয়ারা মোদি সরকারের শত্রু! বন্ধু কেবল পুঁজিবাদীরা’, ফের বিস্ফোরক রাহুল-সংবাদ প্রতিদিন-সংবাদ প্রতিদিন
  • দক্ষিণ প্যাংগংয়ে চিনা সেনাকে বোকা বানায় পানাগড়ের ‘পাহাড়ি বাহিনী’-আনন্দবাজার পত্রিকা
  • কোভিডের কারণে বাতিল সংসদের শীতকালীন অধিবেশন-দৈনিক আজকাল

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

মহান বিজয় দিবসে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক অডিও বার্তায় তিনি নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার কারণে সঠিক স্বাস্থ্য নির্দেশনা মেনে দিবসটি উদযাপনের আহ্বান জানিয়েছেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা গণমাধ্যমকে জানিয়েছেন, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশের প্রায় ১৭ কোটি মোবাইল ব্যবহারকারীকে ৪৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা সফল, দাবি কওমি আলেমদের-দৈনিক কালের কণ্ঠ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামার

রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আলোচনায় বসেছিলেন কওমি আলেমরা। সেখানে আলোচনা সফল হয়েছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।

বৈঠক শেষে হেফাজতে ইসলামের নায়েবে আমির নুরুল ইসলাম জিহাদী সাংবাদিকদের জানান, আলোচনা সফল ও সন্তোষজনক হয়েছে, আলোচনা চলবে। তবে এ বিষয়ে মঙ্গলবার বিস্তারিত জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বঙ্গবন্ধু সেতু দিয়ে ৬ ঘণ্টা যানচলাচল বন্ধ, ৪০ কিলোমিটার যানজট-দৈনিক মানবজমিন

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকায় সেতুর উভয় পাশে ৪০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার মধ্যরাত ২ টা থেকে আজ সকাল ৮ টা পর্যন্ত ৬ ঘণ্টা টোল আদায় বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়। ৮টার পর টোলপ্লাজা খুলে দেয়া হলেও ঘনকুয়াশায় যানবাহনের ধীর গতির কারণে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে করটিয়া পর্যন্ত ও সেতু পশ্চিম পাড় থেকে সিরাজগঞ্জ রোড গাড়ির দীর্ঘ সারি রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েন যানবাহন চালক ও যাত্রীরা।

বেগমগঞ্জের নারী নির্যাতন: চার্জশিট তৈরি করেছে পিবিআই-দৈনিক ইত্তেফাক/যুগান্তর

নোয়াখালীর বেগমগঞ্জের নারীকে নির্যাতনে ঘটনায় চার্জশিট দাখিল

নোয়াখালীর বেগমগঞ্জের নারীকে নির্যাতনের পর ভিডিও ভাইরালের ঘটনায় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনসহ ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট তৈরি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় এখন পর্যন্ত মূল হোতা দেলোয়ার বাহিনীর প্রধান দোলোয়ারসহ মোট ৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জে ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। ঘটনার ৩২ দিন পর ৪ অক্টোবর দুপুরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা হলে ঘটনার মূল হোতা দেলোয়ার বাহিনীর প্রধান দোলোয়ার এলাকা ছেড়ে পালিয়ে যায়। গত ৫ অক্টোবর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করে র‌্যাব। পরদিন দেলোয়ারের মাছের ঘের থেকে হাতবোমা ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। এরপর তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়।

পদ্মা সেতু কারো পৈতৃক সম্পত্তি নয় : ফখরুল-ইত্তেফাক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা সেতু কারো পৈতৃক সম্পত্তি না। অথচ মনে হয় যে আওয়ামী লীগ সরকার তাদের পৈতৃক সম্পত্তি দিয়ে তৈরি করেছে। বিএনপি পদ্মা সেতুর ওপর দিয়ে যাবে, না নিচ দিয়ে যাবে—তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে গতকাল সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

ফখরুল বলেন, আমরা সব সময়ই উন্নয়নের পক্ষে। আমাদের দলই হলো উন্নয়নের দল, সৃজনশীলতার দল। আমরা কখনো কোনো নেগেটিভ রাজনীতি করি না।

প্রথম চালানের ৫০ লাখ ভ্যাকসিন কারা পাচ্ছেন?-দৈনিক মানবজমিন

উন্নত দুনিয়ায় এরইমধ্যে ভ্যাকসিন এসে গেছে। বাংলাদেশে জানুয়ারি মাসে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা এবং ভারতের সেরাম ইনস্টিটিউটের মধ্যে যে চুক্তি হয়েছে তার আওতায় পর্যায়ক্রমে তিন কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে।

প্রথম চালানের ৫০ লাখ ভ্যাকসিন কারা পাচ্ছেন সে প্রশ্ন এখন জোরালো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন।বিভিন্ন দেশে ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে ন্যায়নীতি অনুসরণ করা হবে কি-না এ নিয়েও এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।  

বাংলাদেশে করোনা ভ্যাকসিন পাওয়ার একটি অগ্রাধিকার তালিকা তৈরি হচ্ছে। এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে। ন্যাশনাল ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির প্রধান ও স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘ভ্যাকসিন দেয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে৷ ১০ ধরনের অগ্রাধিকার তালিকা তৈরি করা হয়েছে৷ প্রথমে এই তালিকা থেকে কারা কতজন পাবেন তাও নির্ধারণ প্রায় চূড়ান্ত হয়েছে৷ আমরা অচিরেই এই অগ্রাধিকার তালিকা প্রকাশ করব৷

যে ১০ ধরনের জনগোষ্ঠীতে অগ্রাধিকার দেয়া হচ্ছে তাদের মধ্যে আছেন: মুক্তিযোদ্ধা, করোনা মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী, সম্মুখসারির কর্মী, রোগ প্রতিরোধ ক্ষমতাহীন জনগোষ্ঠী, বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী, দীর্ঘ মেয়াদি রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী, শিক্ষা কর্মী, গণপরিবহন কর্মী৷ ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বয়োজ্যেষ্ঠ বলতে ষাটোর্ধ বয়সের ব্যক্তিদের বোঝানো হচ্ছে৷

জানা গেছে, মুক্তিযোদ্ধা রয়েছেন দুই লাখ ১০ হাজার, সরকারি স্বাস্থ্যকর্মী রয়েছেন তিন লাখ, বেসরকারি কর্মী রয়েছেন সাত লাখ, স্বাস্থ্য নিয়ে বিভিন্ন এনজিও কর্মী রয়েছেন দেড় লাখ৷ গণমাধ্যম কর্মী রয়েছেন ৫০ হাজার৷ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের পাঁচ হাজার৷ পুলিশ বাহিনীর সদস্য দু'লাখের ওপরে৷ ক্যানসার, যক্ষ্মা আর ডায়াবেটিসে আক্রান্ত রোগী ধরা হয়েছে এক লাখ দুই হাজারের মতো৷ সেনাবাহিনী জন্য ধরা হয়েছে তিন লাখ৷ সংসদ সদস্যসহ জনপ্রতিনিধি ধরা হয়েছে ৭০ হাজার৷

ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

‘কৃষক, পড়ুয়ারা মোদি সরকারের শত্রু! বন্ধু কেবল পুঁজিবাদীরা’, ফের বিস্ফোরক রাহুল-সংবাদ প্রতিদিন

কৃষক আন্দোলন: মোদিকে বিঁধলেন রাহুল

যারাই সরকারের বিরুদ্ধে গলা চড়াবে তাদেরই শত্রু বলে দেগে দেওয়া হবে। কেবল ঘনিষ্ঠ পুঁজিবাদীরাই মোদি সরকারের প্রিয় বন্ধু। মঙ্গলবার সকালে এমনই অভিযোগ তুলে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । গতকালই কংগ্রেস কেন্দ্রকে আক্রমণ করে দাবি করেছিল, নির্বাচনে অর্থ সাহায্যকারীদের হাত ছেড়ে এবার কৃষকদের হাত ধরা উচিত সরকারের। আজ ফের আক্রমণের সুর চড়াল তারা।

ঠিক কী লিখেছেন রাহুল? তিনি আজ সকালে করা টুইটে শ্লেষাত্মক সুরে লেখেন, ‘‘মোদি সরকারের কাছে বিরোধী মতের ছাত্রছাত্রীরা দেশবিরোধী। সচেতন নাগরিকরা আরবান নকশাল। পরিযায়ী শ্রমিকরা কোভিড বাহক। ধর্ষিতারা কেউ নন। প্রতিবাদী কৃষকরা খলিস্তানি। এবং ঘনিষ্ঠ পুঁজিবাদীরাই তাদের প্রিয় বন্ধু।’’

দক্ষিণ প্যাংগংয়ে চিনা সেনাকে বোকা বানায় পানাগড়ের ‘পাহাড়ি বাহিনী’-আনন্দবাজার পত্রিকা

এক মাসের নিপুণ পরিকল্পনা, ঝটিতি সেনা সন্নিবেশ, এমনকি, প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে জাল পতাকার ব্যবহার! অগস্টের শেষপর্বে লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণে ভারতীয় ফৌজের নিরঙ্কুশ আধিপত্য কায়েমের পিছনে এমন ‘তত্ত্ব’ই উঠে এসেছে। ভারতীয় সেনার পানাগড়-স্থিত মাউন্টেন স্ট্রাইক কোর (১৭ নম্বর কোর) এই ‘অপারেশনে’ মুখ্য ভূমিকা পালন করেছিল বলে সরকারি সূত্রের খবর।

ওই অঞ্চলে  ‘অবস্থান’ মজবুত করার পরে ভারতীয় সেনা আলোচনার টেবিলে দর কষাকষিতে অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে গিয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ।

করোনায় বাতিল সংসদের শীতকালীন অধিবেশন, নাকচ কৃষি আইন নিয়ে আলোচনার দাবি-সংবাদ প্রতিদিন

জল্পনা ছিলই। এবার সরকারিভাবে সংসদের শীতকালীন অধিবেশন বাতিল করার সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্র। সোমবার লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে একটি চিঠি লিখে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী (Pralhad Joshi)। তাঁর দাবি, সব বিরোধী দলের নেতাদের সঙ্গে ব্যক্তিগত স্তরে কথা বলার পরই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

কিছুদিন আগেই কৃষি আইন নিয়ে উত্তাল বিক্ষোভ, সীমান্তে চিনা আগ্রাসন এবং অর্থনীতির মন্দা নিয়ে আলোচনার জন্য সংক্ষিপ্ত শীতকালীন অধিবেশনের দাবিতে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন অধীর। টুইটারে কৃষি বিল নিয়ে আলোচনার জন্য সংসদ খোলার দাবি জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ মনীশ তেওয়ারিও। কিন্তু সরকার বলছে, সব দলের সঙ্গে আলোচনা করেই নাকি অধিবেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

জুয়ায় হেরে বউকে গণধর্ষণের অনুমতি, সম্মতি না দেয়ায় এসিড নিক্ষেপ

জুয়ায় হেরে বউকে গণধর্ষণের অনুমতি

জুয়ায় হেরে নিজের বউকে তুলে দিতে হবে বন্ধুদের হাতে এক মাসের জন্য। বন্ধুরা তার স্ত্রীকে গণধর্ষণ করলে কোনভাবেই তিনি বাধা দিতে পারবেন না। এমন বাজি রেখেই বন্ধুদের সঙ্গে জুয়া খেলতে বসেছিলেন ভারতের বিহারের ভাগলপুর জেলার একজন বাসিন্দা। ওই জুয়ায় যথারীতি তিনি হেরে যান। শর্ত অনুযায়ী, বন্ধুদের হাতে তুলে দিতে চাইলে বেঁকে বসেন ৩০ বছর বয়সী স্ত্রী। অবাধ্যতার শাস্তিস্বরূপ স্ত্রীর গায়ে অ্যাসিড ঢেলে দেন ওই ব্যক্তি।

ভাগলপুরের মোজাহিপুর থানার পুলিশ কর্মকর্তা রাজেশ কুমার ঝা গণমাধ্যমকে জানান, গত রোববার সন্ধ্যায় অভিযুক্ত সোনু হরিজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তার ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে। তদন্তকারী পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার সংবেদনশীলতার কথা মাথায় রেখে আমরা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছি। ঘটনার তদন্ত চলছে। বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করা হবে।

পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সোনু জানান, এক মাস আগে তিনি জুয়ার আসরে বন্ধুদের কাছে বাজিতে হেরেছিলেন। ‘প্রতিশ্রুতি’ অনুযায়ী একমাসের জন্য নিজের স্ত্রীকে বন্ধুদের হাতে তুলে দেয়ার কথা ছিল। কিন্তু স্ত্রী যেতে রাজি হননি। তার স্ত্রীর বয়ানের ভিত্তিতেই পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে। বাজি হেরে বন্ধুদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে স্ত্রীকে যে পীড়াপীড়ি করেছিলেন, তা স্বীকার করে নেন সোনু।

স্ত্রীর অভিযোগ, এই ঘটনার পর শাশুড়ি তাকে জোর করে মোজাহিপুরের বাড়ির একটি ঘরে আটকে রেখেছিলেন। ঘটনা যাতে জানাজানি না হয়, সেই ভয়ে শাশুড়ি ঘর থেকে তাকে বেরোতে দিতে চাননি। ঘরেই তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। শ্বশুরবাড়ির সকলের দৃষ্টি এড়িয়ে রোববার লোদিপুরে বাপের বাড়িতে আসার পরেই ঘটনার জানাজানি হয়।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫ 

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
     

ট্যাগ