ফেব্রুয়ারি ২৮, ২০২১ ০১:২৯ Asia/Dhaka
  • বাংলাদেশে স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ: পঞ্চম-দশম-দ্বাদশে প্রতিদিন ক্লাস

বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে একবছরেরও বেশি সময় বন্ধ থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। পঞ্চম শ্রেণি বাদ দিয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস হবে সপ্তাহে একদিন। তবে শুরুতেই প্রাক-প্রাথমিকের ক্লাস হবে না।

আজ (শনিবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব তথ্য জানিয়েছেন। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত প্রায় সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে এই সিদ্ধান্ত হয়েছে। এই বৈঠকে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠকের পর ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, এর বাইরে নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সপ্তাহে দুই দিন। আর পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহের ছয় দিনই ক্লাস করতে হবে। পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতি হলে ক্লাসের সংখ্যা বাড়িয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে সব ক্লাসে।

তিনি জানান, এ বছর রমজান মাসে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে না। রোজার মধ্যেও ক্লাস চলবে। ঈদুল ফিতর সামনে রেখে কয়েকদিনের জন্য ছুটি দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, ৩০ মার্চের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যিমক পর্যায়ের সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর শতভাগকে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের ব্যবস্থা করা হবে। এর আগেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খোলার পর ক্লাস নেওয়ার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। স্কুল-কলেজ খুললে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।

এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যালোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ