‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’ আয়োজিত কুইজ প্রতিযোগিতার ফলাফল
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’ আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতায় মোট ১৮২ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ১৪৮ জন। বাকি ৩৪ জন ভুল উত্তর দিয়েছেন।
প্রতিযোগিতায় লটারীর মাধ্যমে পাঁচজনকে বিজয়ী ঘোষণার কথা থাকলেও শ্রোতাদের উৎসাহ বৃদ্ধির জন্য সাতজনকে বিজয়ী করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
বিজয়ীদের তালিকা
০১. |
মোবারক হোসেন ফনি
|
০২. |
মাহমুদুল হাসান
|
০৩. |
মোঃ জুয়েল
|
০৪. |
আফিয়া ইবনাত শিমকি
|
০৫. |
মোঃ আফজাল হোসেন
|
০৬. |
Mrs. Fulmala Bain
|
০৭ |
নিজামুদ্দিন সেখ
|
কুইজের উত্তরগুলো মিলিয়ে নিন
১. ইউনেস্কো কবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ২০১৭ সালের ৩০ অক্টোবর
২. বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বেসামরিক সম্মাননা পদক 'স্বাধীনতা পুরস্কার' কবে থেকে প্রদান করা হয়?
উত্তর: ১৯৭৭ সাল থেকে।
৩. বাংলাদেশের স্বাধীনতা স্তম্ভের স্থপতি কে?
উত্তর: স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও মেরিনা তাবাসসুম। (যারা মেরিনা তাবাসসুম লিখেছেন তাদের উত্তরও সঠিক হিসেবে গণ্য করা হয়েছে।)
পার্সটুডে/আশরাফুর রহমান/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।