বাংলাদেশে করোনাভাইরাস-ফের এক সপ্তাহের লকডাউনে: বিভিন্নমহলের মিশ্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i89552-বাংলাদেশে_করোনাভাইরাস_ফের_এক_সপ্তাহের_লকডাউনে_বিভিন্নমহলের_মিশ্র_প্রতিক্রিয়া
বাংলাদেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় আগামী ৫ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের জন্যে লকডাউন ঘোষণা করা হয়েছে।আজ শনিবার (৩ এপ্রিল) নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৩, ২০২১ ১৭:২৫ Asia/Dhaka

বাংলাদেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় আগামী ৫ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের জন্যে লকডাউন ঘোষণা করা হয়েছে।আজ শনিবার (৩ এপ্রিল) নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তাছাড়া,  দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও অনুরূপ সিদ্ধান্তের কথা জানান। লকডাউনে জরুরি সেবার প্রতিষ্ঠান, কাঁচাবাজার ওষুধ ও খাবারের দোকানের পাশাপাশি পোশাক এবং অন্যান্য শিল্পকারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তবে আসন্ন রমযানকে সামনে রেখে লকডাউনের ঘোষণায় হঠাৎ করেই দুপুর থেকে নিত্য প্রয়জনীয় জিনিষপত্রের দাম বাড়তে নশুরু করেছে বলে জানান দোকানিরা। আর তা নিয়ে ক্ষুব্ধ  প্রতিক্রিয়া প্রকাশ করছেন ক্রেতা সাধারণ। 

করোনা মোকাবেলায়  ১৮ দফা নির্দেশনা

এর আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার। নির্দেশনায় সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) সীমিত, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ, বিয়ে/জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করার নির্দেশনা দেয় সরকার।

এ ছাড়া মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করা, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী বহন না করা, যান চলাচল সীমিত করা, বিদেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করা, সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করাসহ ১৮ নির্দেশনা জারি করে সরকার।

 যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সে দেশটির সরকার। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপিন্সের নাগরিকরাও আপাতত যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। আগামী ৯ এপ্রিল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ সময়ের আগে যারা এই দেশগুলো থেকে যাত্রা শুরু করেছে কিংবা ট্রানজিট করেছে তাদেরও যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হবে না বলে ব্রিটিশ সরকারের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে। যুক্তরাজ্যে বসবাসকারী যেসব বাঙালি এখন বাংলাদেশে অবস্থান করছেন তারাও নতুন নিয়মের কারণে যুক্তরাজ্যে ফিরতে পারবেন না। বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর শিক্ষার্থী যুক্তরাজ্যে গমন করে থাকে। ব্রিটিশ সরকারের নতুন নিষেধাজ্ঞায় বিপদে পড়তে চলেছেন তারাও ।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।