বাংলাদেশ ও ভারতের একাধিক রাজ্যে শক্তিশালী ভূমিকম্প: কিছু ভবন ক্ষতিগ্রস্ত
(last modified Wed, 28 Apr 2021 05:52:15 GMT )
এপ্রিল ২৮, ২০২১ ১১:৫২ Asia/Dhaka
  • বাংলাদেশ ও ভারতের একাধিক রাজ্যে শক্তিশালী ভূমিকম্প: কিছু ভবন ক্ষতিগ্রস্ত

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় শক্তিশালী মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (বুধবার) বাংলাদেশ সময় সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, দেশের ঢাকাসহ উত্তর ও উত্তর পূর্বদিকে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামে। যা ঢাকা আবাহওয়া অধিদফতর আগারগাঁও থেকে ৩৯৭ কি.মি. দূরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমান এবং চীনে। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তবে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪।

দশ সেকেন্ডের বেশি স্থায়ী এ ভূমিকম্পে কেঁপে ওঠে ঘরবাড়ি। ভূমিকম্পের ফলে আসাম এবং গুয়াহাটির বেশ কয়েটিস্থানে দেয়াল ধসে যাওয়ার খবর পাওয়া গেছে। লোকজনকে আতঙ্কে বাইরে বের হয়ে আসার ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৫১ মিনিটে সোনিতপুরে প্রথম কম্পন অনুভূত হয়। তারপর ৭টা ৫৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায়। এসব এলাকায় কেঁপে ওঠে মাটি। এ ছাড়া মালদা, মুর্শিদাবাদসহ পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় কিছু জেলাতেও কম্পন অনুভব করেন বাসিন্দারা। এমনকি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে খবর। এ ছাড়া বিহারের একাংশেও এই কম্পনের রেশ পৌঁছেছে বলে জানা গেছে।

আসাম রাজ্যের কিছু ভবনের মেঝে ও দেয়ালে ফাটলের সৃষ্টি হয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি পরিমাপ করে দেখছে বলে জানিয়েছে ভারতের জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

রিখটার স্কেলে ৫ থেকে ৫ দশমিক ৯ পর্যন্ত মাত্রাকে মাঝারি ধরনের ভূমিকম্প ধরা হয়। আর ৪ দশটিক ৯ মাত্রার ভূমিকম্প হলে তাকে মৃদু ধরনের ভূমিকম্প বলা হয়। আর ৬ থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন   

ট্যাগ