চীন চাইলে করোনা ভ্যাক্সিন বাংলাদেশে উৎপাদন করতে পারি: আব্দুল মোমেন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, চীন চাইলে তাদের সাহায্য নিয়ে করোনা ভ্যাক্সিন বাংলাদেশে উৎপাদন করতে পারি। আমাদের এই টিকা তৈরির সামর্থ্য আছে। চীন থেকে 'র ম্যাটেরিয়াল' এনে কো-প্রডাকশনে যেতে পারি। আর এটা করা সম্ভব হলে তা দুই দেশের জন্যই উইন-উইন সিচুয়েশন থাকবে।’ চীনের কাছ থেকে পাওয়া সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ (বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে উপহারের এই টিকা হস্তান্তর করেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না হওয়ায় দেশীয় বিশেষজ্ঞ প্যানেল চীনের টিকা গ্রহণ করেনি বলে আগে তা আনা হয়নি। ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ ও চীন কোনো দেশেরই ভুল বোঝার অবকাশ নেই।
তিনি আরও বলেন, ‘আমরা আনন্দিত এ জন্য যে চীন আমাদের টিকা উপহার দিয়েছে। আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা সামনে আরও টিকা পেতে কাজ করছি।’
অনুষ্ঠানে বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘প্রায় এক বছর আগে আমরা বাংলাদেশের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত সরঞ্জাম পেয়েছিলাম। তখন চীনের জন্য সেই সহযোগিতা খুব প্রয়োজন ছিল। ঠিক এই কক্ষেই সেই সাহায্য আমার হাতে তুলে দেওয়া হয়েছিল। আমি সেই সময় বলে বোঝাতে পারিনি যে আমরা বাংলাদেশের প্রতি কতখানি কৃতজ্ঞ।’
রাষ্ট্রদূত বলেন, ‘আজ প্রায় এক বছর পর করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় আমরা আরেকটি মাইলফলক প্রত্যক্ষ করছি। চীনে করোনার টিকার চাহিদা রয়েছে। কিন্তু এরপরও চীন সরকার তার বন্ধুরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে, সাহায্যের সর্বোচ্চ চেষ্টা করছে।’ চীনা রাষ্ট্রদূত বলেছেন, বিপদের দিনের বন্ধুই সত্যিকার বন্ধু।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিকের কথা উল্লেখ করে বলেন, আমরা তাদের কাছ থেকে আরও টিকা পেতে চাই। এ সময় তিনি চীনের প্রেসিডেন্ট এবং সে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেবল টিকা গ্রহণ করলেই করোনা থেকে মুক্ত থাকা যাবে না, তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
২৪ ঘণ্টায় মৃত্যু ৪০
এদিকে, মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৪০ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জনে।
করোনাভাইরাস নিয়ে বুধবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১১ মে) দেশে করোনায় ৩৩ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ২৩০ জন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।