ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
-
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হয়। খেলাফত মজলিস ও বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ এই কর্মসূচি পালন করে।
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ শেষে খেলাফত মজলিসের নেতা–কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি পুরানা পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে বেলা ১১টা থেকেই বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। খেলাফত মজলিসের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বের হলে সামনে-পেছনে পুলিশের সদস্যরা ছিলেন।
জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিসের নেতারা ইসরায়েলি হামলা স্থায়ীভাবে বন্ধের দাবি জানান। খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম আলম বলেন, বিশ্ব বিবেককে উপেক্ষা করে ফিলিস্তিনে হামলা চালানো হচ্ছে। তিনি স্থায়ীভাবে ইসরায়েলি এই হামলা বন্ধের আহ্বান জানান।
খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আবুল হোসেন ও ছাত্র মজলিসের নেতা হাফেজ ইমরান এ সময় বক্তব্য দেন। তাঁরা ফিলিস্তিনে ইসরায়েলের হামলাকে মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে এর বিচার দাবি করেন।আওয়ামী ওলামা লীগের পক্ষ থেকে বলা হয়, শিশুসহ ফিলিস্তিনের নিরীহ নারী-পুরুষের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। অথচ জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের মতো সংগঠনগুলো ‘নীরবতা’ পালন করে আসছে। এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আওয়ামী ওলামা লীগ মুসলিম দেশগুলোর প্রতি আলাদা সংগঠন ‘মুসলিম জাতিসংঘ’ খোলার দাবি জানায়। বিক্ষোভ কর্মসূচিতে ফিলিস্তিনের রক্তাক্ত মানুষের ছবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। বিক্ষোভে সংগঠনগুলোর নেতা–কর্মীরা ছাড়া সাধারণ মুসল্লিরাও যোগ দেন।#
পার্সটুডে/আবুসাঈদ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।