করোনাকালে বিশেষ বাজেট প্রণয়নের প্রস্তাব বিএনপির, বিশ্লেষকের প্রতিক্রিয়া
(last modified Fri, 28 May 2021 10:15:32 GMT )
মে ২৮, ২০২১ ১৬:১৫ Asia/Dhaka

করোনার বিশেষ সময়ে ২০২১-২২ অর্থবছরের জন্য বিশেষ বাজেট প্রলয়নের পরামর্শ দিয়েছে বিরোধী দল বিএনপি। আজ (শুক্রবার) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ‘বাজেট ভাবনা অর্থবছর ২০২১-২২’ শীর্ষক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাব দেন।

তবে অর্থনীতিবিদ্গণ মনে করেন, বাজেটে বরাদ্ধ বৃদ্ধি বড় কথা নয়, তা বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত।

দেশের সার্বিক অর্থনীতির চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেছেন, ‘জাতি এক মহাদুর্যোগকাল অতিক্রম করছে। কতদিন এই দুর্যোগ চলবে তা অনিশ্চিত। জীবন ও জীবিকার টানাটানিতে জনজীবন ও অর্থনীতি দুটোই মহাসংকটে পড়েছে। এ অবস্থায় এবারের বাজেট গতানুগতিক বাজেট হওয়া উচিত বিশেষ সময়ের বিশেষ বাজেট। এর মূখ্য উদ্দেশ্য হবে করোনা প্রভাব মোকাবিলার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও দুর্ভোগ উপশম করা। ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করে স্বাভাবিক গতি ফিরিয়ে আনা। কারণ করোনাকালে পূর্ণাঙ্গ বাজেটের কোনো লক্ষ্যই অর্জিত হবে না।'

বাজেটে  কালো টাকা সাদা করার প্রস্তাবের বিরোধিতা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘আসছে বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হচ্ছে। অর্থমন্ত্রী বলেছেন, যতদিন অপ্রদর্শিত আয় থাকবে, ততদিন এ সুযোগ থাকবে। অর্থাৎ হরিলুট করে সঞ্চিত কালো টাকা জায়েজ করার দরজা অবারিত করে দিলেন অর্থমন্ত্রী, যা অনৈতিক ও ন্যায়নীতি মেনে চলা আইন পালনকারী নাগরিকদের প্রতি অবিচার।’

এদিকে সরকারের উন্নয়ন বরাদ্দের সিংহ ভাগই দেওয়া হয়েছে দশটি বড় মেগা প্রকল্পের খাতে।

এ প্রসঙ্গে সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম গণমধ্যমকে বলেছেন, বরাদ্দের চেয়েও বড় চ্যালেঞ্জ হচ্ছে যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন।

উল্লেখ্য, আগামী ৩ জুন জাতীয় সংসদে ২০২১-২২  অর্থবছরের বাজেট প্রস্তাবটি পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। যা কি না জিডিপির ১৭ দশমিক ৪৫ শতাংশ এবং চলতি অর্থবছরের বাজেটের চেয়ে ৬ দশমিক ২৮ শতাংশ বেশি। চলতি অর্থবছরে বাজেটের আকার ছিল পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ