ভারতে নদীর পানিতে মিলছে করোনা ভাইরাসের অস্তিত্ব
https://parstoday.ir/bn/news/bangladesh-i93366-ভারতে_নদীর_পানিতে_মিলছে_করোনা_ভাইরাসের_অস্তিত্ব
আজ শুক্রবার (১৮ জুন) ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার পত্রিকা খবর দিয়েছে, ভারতের গুজরাত রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী সবরমতীর পানিতে পাওয়া গেছে করোনা ভাইরাসের অস্তিত্ব।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জুন ১৮, ২০২১ ১৯:৪০ Asia/Dhaka
  • ভারতে নদীর পানিতে মিলছে করোনা ভাইরাসের অস্তিত্ব

আজ শুক্রবার (১৮ জুন) ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার পত্রিকা খবর দিয়েছে, ভারতের গুজরাত রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী সবরমতীর পানিতে পাওয়া গেছে করোনা ভাইরাসের অস্তিত্ব।

ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান  আইআইটি নদী পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা  করে  এ ফলাফল পেয়েছে  বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম।  স্বাভাবিকভাবেই এটা অত্যন্ত বিপজ্জনক ভয় বলেই মনে করা হচ্ছে।

আইআইটি গান্ধিনগরের বিজ্ঞান বিভাগের বিশেষজ্ঞগণ জানিয়েছেন, গতবছরের ৩ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে একবার করে নদীর পানি নমুনা নিয়ে আসা হত। সবরমতী নদীর মোট ৬৯৫টি নমুনা পরীক্ষা করার পরেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান তারা।

এদিকে আনন্দবাজার এবং ইন্ডিয়া টুডে জানাচ্ছে, সবরমতি নদীই নয়, আহমেদাবাদের দু'টি বড় পুকুর কাঁকরিয়া ও চান্দোলার পানিতেও মিলেছে করোনা ভাইরাস। কাঁকরিয়া পুকুরের ৫৪৯টি নমুনা ও চান্দোলার ৪০২টি নমুনা পরীক্ষা করানোর পর এই প্রমাণ মিলেছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/১৮