করোনা সামাল দিতে মেডিকেল শিক্ষকদেরও জেলা উপজেলা হাসপাতালে পদায়ন
(last modified Tue, 06 Jul 2021 10:58:02 GMT )
জুলাই ০৬, ২০২১ ১৬:৫৮ Asia/Dhaka
  • করোনা সামাল দিতে মেডিকেল শিক্ষকদেরও জেলা উপজেলা হাসপাতালে পদায়ন

বাংলাদেশে করোনাভাইরাসের চিকিৎসা জোরদার করতে বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষকতার কাজে নিয়োজিত প্রায় ১২শ চিকিৎসককে বদলী করে মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতালগুলোতে করোনা ইউনিটে পদায়ন করা হয়েছে।

এর ফলে দেশের প্রায় ৪৫টি জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালগুলোতে করোনা ইউনিটে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পাবে।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা আলাদা আলাদা প্রজ্ঞাপনে এসব চিকিৎসককে আগামীকাল বুধবারের (৭ জুলাই) মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায়, ৮ জুলাই থেকে এসব চিকিৎসককে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

এ প্রসঙ্গে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেইফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম-মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমকে বলেন, বদলি একটি সরকারি প্রক্রিয়া, এটা নিয়ে কারও কোনো অভিযোগ থাকার কথা নয়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা শিক্ষক তাদেরও ক্লিনিক্যাল ইস্যু দেখতে বলা হয়েছে। এতে খানিকটা সমস্যা হবেই। কিছু বিষয়ের শিক্ষক আছেন যাদের কাজ শুধু পড়ানো, যেমন মাইক্রোবায়োলজি। তাদের ক্লিনিক্যাল কোনো এক্সপোজার নাই। সে রকম একজন শিক্ষককে যদি মাঠ পর্যায়ে রোগী দেখতে  বলা হয় , তবে তার কাছ থেকে আউটপুট পাওয়া যাবে না। বরং তার মধ্যে হতাশা কাজ করবে।” তাছাড়া,  বদলিকৃত চিকিৎসকদের লকডাউনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে সময় দেওয়া হয়েছে দুই দিন। অনেক চিকিৎসককে মেডিকেল কলেজ সংলগ্ন হাসপাতালে বদলি করা হলেও প্রচুর সংখ্যক চিকিৎসকে এক জেলা থেকে আরেক জেলা-উপজেলার হাসপাতালে বদলি করা হয়েছে। #

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।