জুলাই ১৬, ২০২১ ১৩:২৩ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের উদ্যোগে ১৫ জুন (বৃহস্পতিবার) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভূবিরচর গ্রামে এক বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবং আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি মোঃ শাহাদত হোসেন।

বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত ও অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক বিধি মেনে উক্ত বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফ্যান ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নরসুন্দা বেতার শ্রোতা পরিবারের সভাপতি মোঃ আতিকুল ইসলাম আতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব বাছির উদ্দিন এবং প্রবীণ বেতার শ্রোতা (১৯৬৫ সাল থেকে) জনাব রুহুল আমিন। তারা প্রত্যেকেই তাদের বক্তব্যে বৃক্ষের উপকারিতা এবং অধিকহারে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।   

বৃক্ষরোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ফ্যান ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ‘সৎপথে চলি সত্য কথা বলি বেতার শ্রোতা ক্লাব’র সভাপতি মোঃ সাগর মিয়া, ফ্যান ক্লাবের সংস্কৃতি সম্পাদক ও কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের প্রচার সম্পাদক রমজান আলী রবিন, ফ্যান ক্লাবের ক্রীড়া সম্পাদক ও ‘লাইট অব নলেজ রেডিও লিসেনার্স ক্লাব’র সভাপতি মোঃ আজহারুল ইসলাম তামিম প্রমূখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূবিরচর গ্রামের মোঃ হাবিবুল ইসলাম, মোঃ দীন ইসলাম, রবিউল ইসলাম, মসজিদের ইমাম সাহেবসহ আরো অনেকেই।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ শাহাদত হোসেন বলেন, প্রতিবছরের ফার্সি ইসফান্দ মাসে (মার্চ মাসে) ইরানে প্রাকৃতিক সম্পদ সপ্তাহ পালিত হয়। এ উপলক্ষে  ইরানব্যাপী বৃক্ষরোপন অভিযান চলে। বাংলাদেশেও বর্ষাকালে গাছ লাগানো হয়। তবে শুধু বৃক্ষ রোপন করলেই হবে না, এসব বৃক্ষের যথাযথ পরিচর্চা করতে হবে। উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ইরান ও রেডিও তেহরানের ভূমিকার কথাও তুলে ধরেন।

উল্লেখ্য যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বৃক্ষরোপনকে ‘বরকতময় কাজ’ বলে অভিহিত করেছেন।

 

বার্তা প্রেরক

শরিফা আক্তার পান্না

অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ