করোনাভাইরাস মোকাবিলা
টিকা গ্রহণের সর্বনিম্ন বয়স ১৮ নয় ২৫, 'নাটক' বলল বিএনপি
করোনার টিকা দেওয়া নিয়ে আবারো কথা ঘুরিয়েছে সরকার। বলছে টিকা গ্রহণের সর্বনিম্ন বয়স ১৮ নয় ২৫। বিএনপি বলছে টিকা নিয়ে সরকার ‘নাটক’ করছে। আর চলমান করোনা পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচাতে ফিল্ড হাসপাতাল স্থাপনের পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
আজ (শুক্রবার) স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানান, বর্তমানে সারা দেশে করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। তাই নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা দেশের সব জনগোষ্ঠীকে টিকার আওতায় নিয়ে আসতে চাই। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।
এক্ষেত্রে ১৮ বছরের সবার পরিচয়পত্র না থাকায় টিকা গ্রহনের জন্য সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ২৫ বছর।
ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রমকে একটি পাইলট প্রকল্প উল্লেখ করে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে এক দিনে কত পরিমাণে টিকা দিতে আমরা সক্ষম সেটি দেখতে চাই। প্রাথমিকভাবে ৭ থেকে ১২ আগস্টের মধ্যে ৩২ লাখ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে আমাদের।
ডা. আবুল বাসার জানান, গত ৭ ফেব্রুয়ারি থেকে কুর্মিটোলা হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। সেই থেকে এখন পর্যন্ত এক কোটি ৯ হাজার ৯৫৩ জনকে প্রথম ডোজ এবং ৪৪ লাখ ১৬ হাজার ১৩১ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। এই কার্যক্রম আরো দ্রুত করতে চাই।

টিকা নিয়ে সরকার ‘নাটক’ করছে : রিজভী
বিরোধী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বলেছেন, টিকা নিয়ে সরকার ‘নাটক’ করছে।
আজ সকালে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুস্পমাল্য অর্পনের পর সাংবাদিকদের কাছে রিজভি এমন মন্তব্য করেন।
টানা চার মাসের বেশি সময়ে অসুস্থজনিত কারণে সাংগঠনিক কাজ থেকে দূরে থাকার পর কিছুটা সুস্থ হয়ে এই প্রথম প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে রিজভী বলেন, আপনারা দেখেছেন, টিকা নিয়ে কত নাটক হয়েছে এবং কত নাটক হচ্ছে। যে মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে নেয়ার জন্য সরকারের এমন কোনো প্রচেষ্টা নাই সেটা তারা করছেন না।
তিনি আরও বলেন, আমরা দেখতে পারছি, বিশেষ করে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিৎসা নাই। না আছে আইসিইউ, না আছে অক্সিজেন সরবারহ, না আছে কোনো ঔষধপত্র। একটা মরণ বদ্ধভূমিতে পরিণত হয়েছে জেলা-উপজেলা পর্যায়ে। সত্যিকারের যদি সরকার থাকতো এমনটা হতো না।
রিজভী প্রশ্ন করেন, সংক্রমণ মোকাবেলায় দেড় বছর সময় পেলেও কেন জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ হয় না? সেখানে কেনো প্রয়োজনীয় ঔষধপত্র নেই?
তিনি বলেন, এটার কারণ একটাই- লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত সরকার কখনোই জনগণের জীবন বাঁচাতে এগিয়ে আসবে না। আজকে টিকা নিয়েও যে ভয়ংকর দুর্নীতি হচ্ছে তা শুধুমাত্র সরকার দলীয় লোকদের আঙ্গুল ফুলে কলাগাছ বানানোর জন্য।
তিনি বলেন, স্বাস্থ্যখাতে প্রত্যেকটি কেনা-কাটায় ভয়ংকর দুর্নীতির কথা আজ প্রকাশ হচ্ছে। অথচ সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা ভিন্ন কথা বলছেন, তারা তেলেসমাতি কথা-বার্তা বলছেন-এই করছি, ওই করেছি।

ফিল্ড হাসপাতালের পরামর্শ
চলমান করোনা পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচাতে সংক্রমণ প্রবণ এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক ফিল্ড হাসপাতালে স্থাপনের পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জি এম কাদের বলেন, দেশে করোনার প্রকোপ কমছেই না। তাই দেশের মানুষের জীবন বাঁচাতে এই মুহূর্তে ফিল্ড হাসপাতাল নির্মাণের বিকল্প নেই। প্রয়োজনে ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া যেতে পারে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আবাসিক হোটেলগুলোকে হাসপাতাল করার চিন্তা করছে সরকার। কিন্তু অত্যন্ত সংক্রামক করোনা চিকিৎসার জন্য তুলনামূলকভাবে ফিল্ড হাসপাতাল নির্মাণই সুবিধাজনক ও কম ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যেই চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া করোনা মোকাবেলায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে করোনা চিকিৎসায় সাফল্য পেয়েছে।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।