বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ১৩৯ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i96290-বাংলাদেশে_করোনায়_গত_২৪_ঘণ্টায়_আরো_১৩৯_জনের_মৃত্যু
সরকারের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে আজ (রবিবার ) সকাল আটটায় গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
আগস্ট ২২, ২০২১ ১৯:৫৭ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ১৩৯ জনের মৃত্যু

সরকারের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে আজ (রবিবার ) সকাল আটটায় গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ২৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৯ জনের মধ্যে পুরুষ ৭২ জন আর নারী ৬৭ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৬ হাজার ৫৩৭ জন আর নারী মারা গেলেন আট হাজার ৭৪৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ১৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ৩১ জন, রাজশাহী বিভাগের ১৫ জন, খুলনা বিভাগের ১৭ জন, বরিশাল ও রংপুর বিভাগের আটজন করে, সিলেট বিভাগের ১২ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১০ জন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১১৬ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১৯ জন আর বাড়িতে মারা গেছেন চারজন।

বয়স বিবেচনায় মৃতদের  মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে চারজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আটজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৮ জন, ৬১ রয়েছেন  থেকে ৭০ বছরের মধ্যে ৩১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন আর ১১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে তিনজন।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।