উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মুফতি কাজী ইব্রাহিম আটক
https://parstoday.ir/bn/news/bangladesh-i97930-উসকানিমূলক_বক্তব্য_দেওয়ার_অভিযোগে_মুফতি_কাজী_ইব্রাহিম_আটক
ওয়াজ নসিহতের নামে উসকানিমূলক বক্তব্য এবং নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে বাংলাদেশের ইসলামি বক্তা ও নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার প্রধান ‍মুহাদ্দিস মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১২:৩৬ Asia/Dhaka
  • মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম
    মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম

ওয়াজ নসিহতের নামে উসকানিমূলক বক্তব্য এবং নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে বাংলাদেশের ইসলামি বক্তা ও নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার প্রধান ‍মুহাদ্দিস মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার দিবাগত রাত দুইটার পর ডিবির একটি বিশেষ দল রাজধানীর মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে তাকে আটক করে। বর্তমানে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেছেন, ‘মুফতি ইব্রাহিম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন বলে অভিযোগ রয়েছে। সেগুলো যাচাই করতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।’

ডিবির ঢাকা মহানগর (দক্ষিণ) যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান বলেন, ‘মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য এবং নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে।’

একই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, 'সম্প্রতি তার দেওয়া এক বক্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দাদের একটি দল তাকে আটক করেছে।'

ডিবি পুলিশের হাতে আটকের আগে ফেসবুক লাইভে এসে মুফতি ইব্রাহিম তিনি বলেন, "আমি মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম বলছি। বিগত দুই সপ্তাহে এই দেশের সরকারের কল্যাণে, এ দেশের জনগণের কল্যাণে, এই দেশের স্বাধীনতার জন্য অকুতোভয় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দুটো খুতবা দিয়েছিলাম। সাথে সাথে হিন্দুস্তানি রাজাকার, র-য়ের গুণ্ডারা এই মুহূর্তে আমার বাসায় লালমাটিয়ায় হানা দিয়েছে"। প্রায় ২১ মিনিটের সেই লাইভ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।