'গণ অধিকার পরিষদ' নামে বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
বাংলাদেশে 'গণ অধিকার পরিষদ' নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন এ দলের আহ্বায়ক হয়েছেন গণফোরামের সাবেক নেতা রেজা কিবরিয়া আর সদস্যসচিব হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনের দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক। ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ। দলের মূলনীতি ঠিক করা হয়েছে চারটি- গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। এসময় দলটির ৮৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দলটির বিভিন্ন পদে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের বর্তমান-সাবেক নেতাদের অনেকেই স্থান পেয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ে সব পক্ষকে নিয়ে রাজপথে আন্দোলন গড়তে চান দলটির শীর্ষস্থানীয় নেতারা। আগামী সংসদ নির্বাচনে দলটি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা ভাবছে দলটি ।
নতুন দলটির আহবায়ক রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। অক্সফোর্ডে উচ্চশিক্ষা নেওয়া রেজা কিবরিয়া ২০১৮ সালে আইএমএফের চাকরি ছেড়ে দেশে ফেরেন। গত সংসদ নির্বাচনে তিনি গণফোরামে যোগ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। পরে গণফোরামের সাধারণ সম্পাদক হন রেজা কিবরিয়া। গত ফেব্রুয়ারিতে তিনি গণফোরাম থেকে পদত্যাগ করেন।
নুরুল হক ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন। এরপর তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। এই সময়ে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অন্তত ১৩ বার আক্রান্ত হন নুরুল হক। তাঁর মাথার ওপরে এখনো ১৭টি মামলা ঝুলে রয়েছে।
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।