আইনমন্ত্রী বললেন
'বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না'
বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না। বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।
আজ শুক্রবার (২৯ অক্টোবর) সকালে নিজ নির্বাচনী এলাকা আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভারতীয় উপহার হিসেবে দু’টি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
অনুষ্ঠানে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতের দেওয়া দু'টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। বিকেলে আরেক অনুষ্ঠানে কসবা হাসপাতালকে আরেকটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, সংখ্যালঘুদের ব্যাপারে কমিশন গঠন বিষয়ে আলোচনা করা হবে। সাম্প্রদায়িক হামলাকে পরিকল্পিত হামলা বলে তিনি উল্লেখ করেন।
ইকবাল হোসেনসহ চারজনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
ওদিকে, কুমিল্লা নগরীর নানুয়া দিঘীর পাড়ে অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনসহ চারজনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাদের সাতদিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সাতদিনের রিমান্ড শেষ হলে শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ৫৩ মিনিটে অভিযুক্ত ইকবালসহ চারজনের আদালতে নেয় সিআইডি। এ সময় আরও অধিকতর তদন্তের জন্য সিআইডির সদস্যরা সাতদিনের রিমান্ড আবেদন করেন। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা শুনানি শেষে আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে কোরআন অবমাননার ঘটনায় কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গায় পূজামণ্ডপ ও মন্দির ভাঙচুর করা হয়। এ হামলা ছড়িয়ে পড়ে আরও কয়েকটি জেলায়।#
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।