জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন ভাড়া কমানোর দাবিতে বিভিন্ন মহলের প্রতিবাদ কর্মসূচি
https://parstoday.ir/bn/news/bangladesh-i99788-জ্বালানী_তেলের_মূল্যবৃদ্ধি_এবং_পরিবহন_ভাড়া_কমানোর_দাবিতে_বিভিন্ন_মহলের_প্রতিবাদ_কর্মসূচি
বাংলাদেশে জ্বালানী তেলের মূল্য লিটারে ১৫ টাকা বাড়ানোর কারণে পরিবহন মালিকদের চাপে পরিবহন ভাড়া ২৭ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু রাজধানীসহ সারাদেশে যাত্রীদের কাছ থেকে সরকার কর্তৃক ঘোষিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রী সাধারনের। আর বেশি ভাড়া আদায় নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ নিয়ে যাত্রীদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ০৯, ২০২১ ১৯:০৫ Asia/Dhaka

বাংলাদেশে জ্বালানী তেলের মূল্য লিটারে ১৫ টাকা বাড়ানোর কারণে পরিবহন মালিকদের চাপে পরিবহন ভাড়া ২৭ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু রাজধানীসহ সারাদেশে যাত্রীদের কাছ থেকে সরকার কর্তৃক ঘোষিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রী সাধারনের। আর বেশি ভাড়া আদায় নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ নিয়ে যাত্রীদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তবে সরকারের সড়ক-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করে আজকেও আর একবার মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে প্রতিশ্রুতি অনুযায়ী ভাড়া আদায়ের অনুরোধ জানিয়ে বলেছেন, তা না হলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

এদিকে, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আজ থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিআরটিএ'র মোবাইলকোর্ট পরিচালিত হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

শাহবাগে আটটি প্রগতিশীল ছাত্র সংগঠনের অবস্থান কর্মসূচি

জ্বালানি তেলের দাম ও বাস ভাড়া কমানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসুচী পালন করছে আটটি প্রগতিশীল ছাত্র সংগঠন। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় সংগঠনগুলো। এর আগে সকাল পৌনে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় ।

এতে অংশ নিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি), বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদ), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বুধবার থেকে ডিজেল কেরোসিনের লিটারে ১৫ টাকা দাম বাড়িয়েছে সরকার এর ফলে ডিজেল কেরোসিনের নতুন দর হয় প্রতি লিটার ৮০ টাকা; যা এতদিন ছিল ৬৫ টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন পণ্যবাহী যানবাহন বন্ধ রাখার ঘোষণা দেন মালিক শ্রমিকরা এরপর গত রোববার প্রায় ২৭ শতাংশ বাস ভাড়া বাড়ানো হয়

এদিকে, ট্রাক, ভ্যান, লরি ধর্মঘটের কারণে বাজারে পণ্য সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে চাহিদার তুলনায় পণ্য রাজধানীর বাজারে আসছে না যাও আসছে পরিবহণে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যে কারণে বেড়েছে দাম সর্বশেষ গত একদিনের ব্যবধানে খুচরা বাজারে- আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি ও ডিম বাড়তি দরে বিক্রি হয়েছে সব মিলে বাজারে ভোক্তার নাভিশ্বাস বাড়ছে

খোদ দোকানিরাই বলছেন, বাজারে পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে পন্য উৎপাদকারি  কোম্পানির কিছু ট্রাক ও ভাড়া করা কিছু ট্রাকের মাধ্যমে পণ্য আনা হচ্ছে কিন্তু ভাড়া অনেক বেশি নিচ্ছে যে কারণে বাজারে পণ্যের দাম বাড়ছে যার চাপ  ভোক্তার ওপর পড়ছে

ওদিকে, জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ডিজেল, কেরোসিন এর বর্ধিত দাম কমানোর দাবি করার পাশাপাশি সড়ক ও নৌপথের বর্ধিত ভাড়াও কমানোর দাবি জানিয়েছে। সোমবার (৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, সরকার অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে সাধারণ মানুষের স্বার্থ বিরোধী অবস্থান নিয়েছে। তেলের দাম ও পরিবহন ব্যয় বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনসহ জীবন যাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে কয়েক গুন। 

বিবৃতিতে জিএম কাদের আরও বলেন, করোনাকালে কয়েক কোটি মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। এমন বাস্তবতায় তেলের দাম বাড়ানো একেবারেই অগ্রহণযোগ্য সিদ্ধান্ত। পার্শ্ববর্তী দেশ ভারতও এই মুহূর্তে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়ে দিয়েছে। তাই জীবন যাত্রার ব্যয় স্বাভাবিক করতে জ্বালানী তেল ও গণপরিবহনের ভাড়া কমানো অত্যন্ত জরুরি।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার /৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।