ইহুদিবাদী ইসরাইলকে কৌশলগত ভুলের শাস্তি দিয়েছে ইরান: মুখপাত্র
(last modified Sun, 12 May 2024 03:42:55 GMT )
মে ১২, ২০২৪ ০৯:৪২ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলকে কৌশলগত ভুলের শাস্তি দিয়েছে ইরান: মুখপাত্র

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, সিরিয়ায় ইরানের কূটনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল যে কৌশলগত ভুল করেছিল ‘ট্রু প্রমিজ’ অভিযান ছিল তার সময়োচিত শাস্তিমূলক ব্যবস্থা।

আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ শনিবার তেহরানে এক বক্তৃতায় এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা আমাদের সামরিক মহড়াগুলোতে সাধারণভাবে ইসরাইলের ঘাঁটিগুলোতে হামলা চালানোর অনুশীলন করি। কাজেই ট্রু প্রমিজ অভিযান চালানোর মতো প্রস্তুতি আমাদের সব সময়ই থাকে। আর ইসরাইল ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে যে কৌশলগত ভুল করেছিল তার জবাব দেয়া জরুরি হয়ে পড়েছিল।”

জেনারেল শারিফ বলেন, ইরানের ওই পাল্টা হামলা ছিল পুরোপুরি সফল এবং তাতে ইহুদিবাদী ইসরাইল বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়। তিনি বলেন, ইসরাইলের কাছে সর্বাধুনিক সমরাস্ত্র ও সামরিক প্রযুক্তি থাকা সত্ত্বেও তার দুর্বল দিকগুলো চিহ্নিত করেই ইহুদিবাদীদের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র বলেন, যখন আমেরিকাসহ ইসরাইলের অন্যান্য মিত্র ইরানের সফল অভিযানের বিষয়টি স্বীকার করেছে তখন তেল আবিব ইরানের ৯৯ শতাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়ার যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা।

ইহুদিবাদী ইসরাইলি সেনারা গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা চালায়। এতে ইরানের কূটনৈতিক স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয় এবং এদেশের সাতজন সামরিক উপদেষ্টা শহীদ হন। এরপর ১৩ এপ্রিল রাতে ইরান তার কনস্যুলেটে হামলার জবাব দেয়। ইসরাইলের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তেহরান তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে যার ফলে ওইসব ঘাঁটির ক্ষয়ক্ষতি হয়।তবে সে ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি তেল আবিব। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/১২

ট্যাগ