ইহুদিবাদীরা এখন আর ইরানকে হুমকি দিয়ে কথা বলে না: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i112194-ইহুদিবাদীরা_এখন_আর_ইরানকে_হুমকি_দিয়ে_কথা_বলে_না_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ বলেছেন, নিজের নিরাপত্তা নিয়ে ইহুদিবাদী ইসরাইল চরম দুরবস্থার মধ্যে রয়েছে এবং ইরানকে হুমকি দিয়ে কথা বলার অবস্থা এখন আর এই অবৈধ রাষ্ট্রের নেই। তিনি শনিবার তেহরানে একটি অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২১, ২০২২ ০৭:২৪ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ
    ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ বলেছেন, নিজের নিরাপত্তা নিয়ে ইহুদিবাদী ইসরাইল চরম দুরবস্থার মধ্যে রয়েছে এবং ইরানকে হুমকি দিয়ে কথা বলার অবস্থা এখন আর এই অবৈধ রাষ্ট্রের নেই। তিনি শনিবার তেহরানে একটি অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ফিলিস্তিনের যে ২২ হাজার বর্গকিলোমিটার এলাকা জবরদখল করে ইহুদিবাদী রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা হয়েছে তার নিরাপত্তা এর আগে কখনও এতটা খারাপ ছিল না। জেনারেল শরিফ বলেন, এখন আর ইসরাইলি কর্মকর্তাদের মুখে ইরানকে হুমকি দিয়ে কথা বলতে শোনা যায় না।

আইআরজিসির মুখপাত্র বলেন, ইহুদিবাদীরা নিজেদেরকে ‘অপরাজেয়’ বলে দাবি করে অথচ ২০০৬ সালে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ৩৩ দিনের যুদ্ধে তেল আবিব শোচনীয় পরাজয় বরণ করেছিল।সেটি ইসরাইলের প্রথম পরাজয় হলেও শেষ পরাজয় ছিল না।  

জেনারেল শারিফ বলেন, ইসরাইলিদের নিরাপত্তা অত্যন্ত ভঙ্গুর এবং তারা সব সময় আতঙ্কের মধ্যে দিন কাটায়।তারা সারাক্ষণ বলে বেড়ায় তাদের নিরাপত্তার জন্য আয়রন ডোম আছে, সাইবার ব্যবস্থা আছে। এসব দাবিই তাদের দুর্বলতা প্রকাশ করে দেয়ার জন্য যথেষ্ট। যেসব আরব দেশ তাদের নিরাপত্তা রক্ষা করার জন্য ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আঁতাত করছে তিনি তাদের সমালোচনা করে বলেন, যে ইহুদিবাদীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তারা কীভাবে অপরকে নিরাপত্তা দেবে।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।