ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন আলী বাকেরি কানি
https://parstoday.ir/bn/news/event-i137830-ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়ের_প্রধান_হিসেবে_দায়িত্ব_পেলেন_আলী_বাকেরি_কানি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান হিসেবে উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানিকে নিয়োগ দেয়া হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২০, ২০২৪ ১৮:০৯ Asia/Dhaka
  • আলী বাকেরি কানি
    আলী বাকেরি কানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান হিসেবে উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানিকে নিয়োগ দেয়া হয়েছে।

গতকাল (রোববার) ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশের পার্বত্যাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান শহীদ হওয়ার পর উপরাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হলো। ইরান সরকারের মন্ত্রিসভা তার এই নিয়োগ অনুমোদন করেছে।  ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি আজ সোমবার এই ঘোষণা দেন। 

আলী বাকেরি কানি প্রেসিডেন্ট রায়িসির আমলে অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রেসিডেন্ট রায়িসি ক্ষমতায় আসার পর চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে ইরান যে পরমাণু আলোচনা শুরু করেছিল তাতে প্রধানত নেতৃত্ব দিয়েছিলেন আলী বাকেরি কানি। ওই আলোচনায় আমেরিকা পরোক্ষভাবে অংশ নেয়। এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ ঘটনাবলীতে আলী বাকেরি কানি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২০