প্রেসিডেন্ট রায়িসি ছিলেন মুসলিম উম্মাহর সম্মানের উৎস
https://parstoday.ir/bn/news/event-i137936-প্রেসিডেন্ট_রায়িসি_ছিলেন_মুসলিম_উম্মাহর_সম্মানের_উৎস
ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি মুসলিম উম্মাহর জন্য সম্মানের উৎস ছিলেন। একই সাথে তিনি ছিলেন ইরান ও মুসলিম দেশগুলোর প্রতিরক্ষার ক্ষেত্রে সাহসী ব্যক্তিত্ব।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ২৪, ২০২৪ ১৪:২৪ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রায়িসি ছিলেন মুসলিম উম্মাহর সম্মানের উৎস

ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি মুসলিম উম্মাহর জন্য সম্মানের উৎস ছিলেন। একই সাথে তিনি ছিলেন ইরান ও মুসলিম দেশগুলোর প্রতিরক্ষার ক্ষেত্রে সাহসী ব্যক্তিত্ব।

গতকাল (বৃহস্পতিবার) টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে এসব কথা বলেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি। তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্য কর্মকর্তাদের শাহাদাতের ঘটনায় ইরানের জনগণ শোকের মধ্যে পড়েছেন, আমরা তা ভাগাভাগি করে নিতে চাই; আমরাও একইভাবে মর্মাহত। 

আল-হুথি বলেন, মুসলিম উম্মাহর সংকটের বিষয়ে ইরানের অবস্থান অত্যন্ত জোরালো ভাষায় ও সাহসের সাথে তুলে ধরতেন শহীদ প্রেসিডেন্ট রায়িসি। বিশ্বের বহু নেতা কথা বলার সময় ভাবেন যে, আমেরিকা কি বলবে; কিন্তু আয়াতুল্লাহ রায়িসি এ ব্যাপারে ছিলেন ভিন্ন। তিনি সবসময় স্পষ্ট ভাষায় এবং সাহসের সাথে কথা বলতেন, আমেরিকার পক্ষ থেকে কী চাপ আসবে তা তিনি কখনো বিবেচনায় নিতেন না। 

শহীদ প্রেসিডেন্ট রায়িসির নামাজে জানাজায় লাখ লাখ মানুষের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে আনসারুল্লাহ নেতা বলেন, এ ঘটনা এটাই প্রমাণ করে যে, ইরানের এই প্রেসিডেন্ট বিশ্বের বিভিন্ন দেশের সাথে অত্যন্ত সুসম্পর্ক রাখেন, বিভিন্ন দেশের নেতার সাথে তার কিভাবে সম্পর্ক গড়ে উঠেছে তাও এর মধ্যে দিয়ে পরিষ্কার হয়। তিনি নিজের দেশের জনগণের প্রতি দায়িত্বশীলতার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে যে সম্পর্ক গড়ে তুলেছিলেন তা অনেকের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় হতে পারে বলেও উল্লেখ করেন আবদুল মালিক আল-হুথি#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।