‘সৎ প্রতিবেশিসুলভ কৌশলগত নীতি অব্যাহত রাখবে তেহরান’ 
https://parstoday.ir/bn/news/event-i137978
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, তার দেশ সৎ প্রতিবেশীসুলভ কৌশলগত নীতি অব্যাহত রাখবে, এই নীতি থেকে কখনো সরে আসবে না। তিনি বলেন, সৎ প্রতিবেশীসুলভ কৌশলগত নীতি কোনো অস্থায়ী এবং কৌশলী নীতি নয় বরং এটি সরকারের কৌশলগত দৃষ্টিভঙ্গি। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ২৫, ২০২৪ ১৪:৫৯ Asia/Dhaka
  • বাকেরি কানি (বামে)
    বাকেরি কানি (বামে)

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, তার দেশ সৎ প্রতিবেশীসুলভ কৌশলগত নীতি অব্যাহত রাখবে, এই নীতি থেকে কখনো সরে আসবে না। তিনি বলেন, সৎ প্রতিবেশীসুলভ কৌশলগত নীতি কোনো অস্থায়ী এবং কৌশলী নীতি নয় বরং এটি সরকারের কৌশলগত দৃষ্টিভঙ্গি। 

আলী বাকেরি কানি বলেন, “সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিভিন্ন উপলক্ষে এমন নীতি অনুসরণের জন্য পরামর্শ দিয়েছেন এবং শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির প্রশাসন এই নীতি প্রথমবারের মতো বাস্তবায়ন শুরু করে। কৌশলগত দৃষ্টিভঙ্গি গ্রহণের অর্থ হলো- আঞ্চলিক পর্যায়ে সমস্ত প্রতিবেশী দেশের সাথে বৈরিতার অবসান হওয়া উচিত।

ইরানের শহীদ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান সম্পর্কে আলী বাকেরি বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রনীতির ভিত্তিকে বৃহৎ পরিসরে ও সঠিকভাবে অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন যেখানে তিনি সর্বোচ্চ নেতার দিকনির্দেশনা এবং দৃষ্টিভঙ্গিকে ভিত্তি হিসেবে গ্রহণ করেছিলেন।

আলী বাকেরি কানি বলেন, আমির আব্দুল্লাহিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো হয় ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, না হয় সম্পর্ক অতিমাত্রায় ঘনিষ্ঠ করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে মধ্যপ্রাচ্যে শুধুমাত্র বাহরাইনের সাথে ইরানের সম্পর্ক নেই। তবে বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা বলেছেন, ইরানের সাথে সম্পর্ক উন্নত করার জন্য তার দেশ উন্মুখ হয়ে আছে।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।