রাফাহ সীমান্তে ইসরাইলের গুলিতে মিসরের সেনা নিহত
https://parstoday.ir/bn/news/event-i138068-রাফাহ_সীমান্তে_ইসরাইলের_গুলিতে_মিসরের_সেনা_নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কাছে ইহুদিবাদী ইসরাইল ও মিসরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনায় মিসরের এক সেনা নিহত হয়েছে। দুই পক্ষই এই ঘটনা স্বীকার করেছে এবং গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৮, ২০২৪ ১২:৩১ Asia/Dhaka
  • রাফাহ সীমান্তে ইসরাইলের গুলিতে মিসরের সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কাছে ইহুদিবাদী ইসরাইল ও মিসরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনায় মিসরের এক সেনা নিহত হয়েছে। দুই পক্ষই এই ঘটনা স্বীকার করেছে এবং গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে।

তিন সপ্তাহ আগে ইসরাইলি সেনারা ফিলাডেলফি করিডর নামে পরিচিত একটি এলাকায় ঢুকে পড়ে এবং রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়। এরপর দুই পক্ষের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ফিলাডেলফি করিডর হলো একটি ১৪ কিলোমিটার দীর্ঘ এবং ১০০ মিটার প্রশস্ত ভূমির ছোট উপত্যকা যা অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড এবং মিশর সীমান্তে অবস্থিত।

সর্বশেষ এই গোলাগুলির ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। মিসরের সামরিক মুখপাত্র বলেছেন, রাফা সীমান্ত অঞ্চলের কাছে বন্দুকযুদ্ধে মিসরীয় নিরাপত্তা দলের একজন সদস্যের মৃত্যুর ঘটনাটি ‘যথাযথ কর্তৃপক্ষ’ তদন্ত করছে। এর আগে ইসরাইলের সেনাবাহিনীও বলেছে, মিসর এবং অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যবর্তী রাফাহ ক্রসিংয়ের কাছে ইসরাইলি ও মিসরীয় সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা তদন্ত করছে তারা।

সামাজিক মাধ্যম এক্স পেইজে মিসরের সেনা মুখপাত্র কর্নেল গারিব আবদেল হাফেজ বলেছেন, “রাফাহ সীমান্তের কাছে গোলাগুলির ঘটনা তদন্ত করছে মিসরীয় সশস্ত্র বাহিনীর যথাযথ কর্তৃপক্ষ। ওই গোলাগুলির ঘটনায় এলাকাটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা নিহত হয়েছেন।”

মিসর ও ইসরাইল ১৯৭৯ সালে ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি সই করে এবং তখন থেকে গাজা সীমান্তের আশপাশে ইসরাইলকে নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা করে থাকে মিসর।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন