‘ইহুদিবাদী মন্ত্রিসভা আগ্রাসন বন্ধ করতে রাজি হয়েছে’
https://parstoday.ir/bn/news/event-i138076-ইহুদিবাদী_মন্ত্রিসভা_আগ্রাসন_বন্ধ_করতে_রাজি_হয়েছে’
ইসরাইলের মন্ত্রিসভা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে বর্বর আগ্রাসন বন্ধ করতে সম্মত হয়েছে। তারা রাফাহ আগ্রাসন বন্ধ করে বন্দী বিনিময় আলোচনার ওপর গুরুত্ব দিতে চাইছে। ইসরাইলের কয়েকটি গণমাধ্যম এই খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৮, ২০২৪ ১৩:৫৩ Asia/Dhaka
  • ‘ইহুদিবাদী মন্ত্রিসভা আগ্রাসন বন্ধ করতে রাজি হয়েছে’

ইসরাইলের মন্ত্রিসভা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে বর্বর আগ্রাসন বন্ধ করতে সম্মত হয়েছে। তারা রাফাহ আগ্রাসন বন্ধ করে বন্দী বিনিময় আলোচনার ওপর গুরুত্ব দিতে চাইছে। ইসরাইলের কয়েকটি গণমাধ্যম এই খবর দিয়েছে।

ইসরাইলের চ্যানেল টুয়েলভের বরাত দিয়ে ফিলিস্তিনের বার্তা সংস্থা সামা গতকাল (সোমবার) খবর দিয়েছে যে, ইসরাইলি মন্ত্রিসভা এবং নিরাপত্তা সংস্থাগুলো রাফাহ শহরে আগ্রাসন বন্ধ করতে সম্মত হয়েছে। এর পরিবর্তে তারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধে আন্দোলন হামাসের সাথে বন্দী বিনিময় আলোচনার ওপর গুরুত্ব দিচ্ছে।

ওই রিপোর্টে আরো বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারীদের প্রস্তাবের জবাব দিয়েছে ইসরাইলযুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের বিষয়ে নতুন করে আলোচনা শুরুর যে চেষ্টা চলছে, তার অংশ হিসেবে ইসরাইল এই জবাব দিয়েছে। খবরে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা বিষয়টি আজ হামাসের কাছে পৌঁছে দিতে পারে। তবে রাফাহ আগ্রাসন বন্ধের ব্যাপারে এখনো যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারিভাবে কোনো বিবৃতি দেননি। 

এদিকে, ইসরাইলি কোনো কোনো গণমাধ্যম খবর দিচ্ছে যে, নেতানিয়াহু তার মন্ত্রিসভা ভেঙে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য বেনি গান্তজ বন্দী মুক্তির ব্যাপারে ৮ জুনের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থিত না করলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন বলে হুমকি দেয়ার পর নেতানিয়াহু মন্ত্রিসভা ভেঙে দিতে যাচ্ছেন।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।