গণহত্যা বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করুন: নিরাপত্তা পরিষদকে ওআইসি
https://parstoday.ir/bn/news/event-i138086-গণহত্যা_বন্ধ_করতে_ইসরাইলকে_বাধ্য_করুন_নিরাপত্তা_পরিষদকে_ওআইসি
গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাহর বাস্তুচ্যুত মানুষদের তাঁবুতে ইসরাইলি বিমান হামলাকে ‘জঘন্য গণহত্যা’ বলে নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২৯, ২০২৪ ১০:২৮ Asia/Dhaka
  • রাফাহ শহরে ইসরাইলি গণহত্যার শিকার কয়েকজন ফিলিস্তিনির লাশ
    রাফাহ শহরে ইসরাইলি গণহত্যার শিকার কয়েকজন ফিলিস্তিনির লাশ

গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাহর বাস্তুচ্যুত মানুষদের তাঁবুতে ইসরাইলি বিমান হামলাকে ‘জঘন্য গণহত্যা’ বলে নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি।

এটি গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ করার দায়িত্ব পালন করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

৫৭ সদস্যবিশিষ্ট ওআইসি মঙ্গলবার জেদ্দায় প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, রাফাহর তাঁবুতে যুদ্ধাপরাধ চালানোর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক ফৌজদারি আইনে বিচার করতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়, ওআইসির মহাসচিব ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধযজ্ঞ, সন্ত্রাসবাদ ও নৃশংস হামলার পরিণতির জন্য ইসরাইলি দখলদারিত্বকে দায়ী করেছেন, যেসব হামলা সমস্ত মানবিক মূল্যবোধের পরিপন্থি।

ওআইসির বিবৃতিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক আদালতের নির্দেশ অনুসরণ করে ইহুদিবাদী ইসরাইল যেন অবিলম্বে গাজায় তার আগ্রাসন বন্ধ করে সেজন্য আন্তর্জাতিক সমাজ বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এগিয়ে আসতে হবে।

গাজা উপত্যকার সর্বদক্ষিণে মিশর সীমান্তে রাফাহ শহর অবস্থিত। গত অক্টোবর থেকে উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চল থেকে ইসরাইলি হামলায় সহায় সম্বল হারিয়ে এই রাফাহ শহরে আশ্রয় নিয়েছিলেন প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি।

গত রোববার রাতে সেই রাফাহ শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরাইলি সেনাদের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৫০ জন জীবন্ত পুড়ে মারা যান যাদের বেশিরভাগ ছিল নারী ও শিশু। ওই ভয়ানক হামলায় আহত হন আরো প্রায় ২০০ ফিলিস্তিনি।

এদিকে, রাফাহর তাঁবুতে হামলাকে ‘ভুলে চালানো হামলা’ বলে ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ মহাসচিব মার্টিন গ্রিফিতস। তিনি ওই পাশবিক হামলাকে ‘নিষ্ঠুরতম জঘন্য কর্মকাণ্ড’ বলে এর তীব্র নিন্দা জানিয়েছেন। #

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।