রাফাহ হামলার প্রতিক্রিয়া
গাজার ভয়াবহ নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে: জাতিসংঘ মহাসচিব
-
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, গাজা উপত্যকায় যে ভয়াবহ আগ্রাসন চলছে এবং দানবীয় আতঙ্ক বিরাজ করছে তার অবশ্যই অবসান হতে হবে।
ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইসরাইলি বাহিনী যে বর্বর বিমান হামলা চালিয়েছে তারও কঠোর সমালোচনা করেছেন গুতেরেস।
গতকাল ( মঙ্গলবার) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ এক বিবৃতির মাধ্যমে গুতেরেসের এ বক্তব্য তুলে ধরেন। তিনি জানান, অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন গুতেরেস।
সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত রাফাহ শহরে ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য যে নির্দেশ দিয়েছে তা বাস্তবায়নের ওপরও জোর দেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের এই নির্দেশ মান্য করা বাধ্যতামূলক এবং এ ব্যাপারে অবশ্যই ইসরাইলকে সহযোগিতা করতে হবে।
ইহুদিবাদী ইসরাইল গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এবং এ পর্যন্ত ৩৬ হাজারের বেশি নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, গত রোববার ইসরাইল রাফাহ শহরের একটি তাঁবু-নির্মিত শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে যাতে ৫০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এই ৫০ জনের অনেকেই পুড়ে মারা গেছেন। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। মারাত্মক চাপে পড়ে ইসরাইল বলছে যে সেখানে ভুলক্রমে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা।#
পার্সটুডে/এসআইবি/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।